ছবির এই ছেলেটি একজন মাদকাসক্ত। কিন্তু তার মাদকটি একটু ভিন্ন রকমের। সে ডেনড্রাইট নামক একটা আঠা দিয়ে নেশা করে। ডেনড্রাইড প্রধানত কাচের আঠা হিসেবে ব্যবহৃত হয়। জুতা ও কাঠেও ব্যবহার করা যায়।
কিন্তু এই আঠা এখন নেশা করার কাজে ব্যবহার করা হচ্ছে। একটি টিউবের দাম ১৫০ টাকা হওয়ায় নেশাসক্তদের কাছে এটি জনপ্রিয়।
একটা পলিথিনের ব্যাগের ভেতর ডেনড্রাইড ঢেলে সেটা থেকে নিঃশ্বাস নিলেই নেশা হয়।
এই ছেলেটির নাম আল আমীন। নেশার টাকা জোগাতে সে চুরি করতে শুরু করে। আজ সে মোবাইল চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে দেয়া হয়।
ডেনড্রাইড কোলকাতার চন্দ্রস কেমিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে। ১৯৭৩ সালে এই কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
ডেনড্রাইড দিয়ে নেশা করলে ফুসফুস, হৃৎপিণ্ড ও কিডনি নষ্ট হয়ে যায়। আসক্ত মাত্র ১০ বছরের মধ্যে মারা যায়।
ডেনড্রাইড কিন্তু খুব গরীব মানুষের মাদক। সাধারণত বস্তিবাসী ও রাস্তায় ঘুমানো মানুষদের মধ্যে এই মাদকটি জনপ্রিয়। কেবল বাংলাদেশে নয়, ভারত ও ভুটানেও গরীব মানুষে মাদক হিসেবে ডেনড্রাইড জনপ্রিয় ।
বাংলাদেশের মতো গরীব দেশে রাস্তাঘাটে থাকা অল্পবয়সী কিশোর কিশোরী ও বস্তিবাসী ছেলে মেয়েরা অবাধে এই নেশায় আক্রান্ত হচ্ছে। কিন্তু এই বিষয়টি দেখার কেউ নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




