আগামী শনিবার http://www.radiolovebangla.com/ এ আসছি। এটা একটা অন লাইন রেডিও। এখনও পরীক্ষামূলক সম্প্রচারে আছে।
আমার অনুষ্ঠানটির নাম কর্পোরেট আওয়ার । এক ঘণ্টার অনুষ্ঠান। প্রতি শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান । পরিকল্পনা ও উপস্থাপনা করব আমি।
এই অনুষ্ঠানে মূলত ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা হবে। আমরা তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনব। আমরা সেই সব ব্যবসায়ীদের এই অনুষ্ঠানে আনব, যারা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হবেন । তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প উদ্দীপিত করবে তরুণ প্রজন্মকে।
এই শনিবার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের প্রথম বুটিক হাউজ নকশার ব্যবস্থাপনা অংশীদার এটিএম জামাল। তিনি ১৯৯৩ সালে নারায়ণগঞ্জে প্রথম বুটিক হাউজ নকশা চালু করেন। তার নকশা চালু করার পর তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন নতুন উদ্যোক্তা বুটিক ও ফ্যাশন হাউজের ব্যবসায় জড়িত হন। প্রতিষ্ঠার পর থেকে নারায়ণগঞ্জে দেশীয় ফ্যাশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে নকশা।
অনুষ্ঠানটি লাইভ ব্রডকাষ্ট হবে। আপনাদের শোনার আমন্ত্রণ রইল।
আপনারা ইচ্ছা করলে ফোনও করতে পারবেন। ফোন নাম্বারগুলো হল ০১৭৬৪৩৪২০১০, ০২৮৮১৫৬৪১, ০২৮৮১৫৬৪২।
তবে গান শুনতে চাইলে এখনই চলে যেতে পারেন, রেডিওর সাইটে ....
http://www.radiolovebangla.com/
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




