আমি সাধারনত ব্লগে আসি সবার মতামত গুলো জানার জন্য। আমার তেমন কার্যক্রম নেই। মন্তব্য করি অনেক কম। অনেক সময় লগ ইন করি না। সবার মন্তব্য দেখাই আমার ব্লগে আসার কারন। প্রায় সব সময় সামু খোলা থাকে আমার মনিটরে।
গত রাত্রে খবরের “ব্রেকিং নিউজ” এ সংবাদ তা দেখেই আমার প্রথম ইসলামি রেওয়াজ অনুযায়ী পড়ার পর দ্বিতীয় কথাটি মনে এল "গালি" (শিবির) এমন কেন??? একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষের অপ মৃত্যুতে আমার স্বাভাবিক প্রতিক্রিয়া।
আমি “থাবা বাবা” নামের কোন ব্লগার কে আগে সামুতে দেখেছি বলে মনে হয় না। (আসলে কে লিখল তার নাম আমি খুব কম দেখি বা খেয়াল করি) আজ তার মৃত্যুর পর স্টিকি করা পোষ্টে মন্তব্য দেখে এবং লিঙ্ক দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সামু নাকি ভিন্ন মত প্রকাশের একটি মাধ্যম!!!। পৃথিবীর ১৫০ কৌটি মানুষের মনে আঘাত দিয়ে যে কুলাঙ্গার এই সব হাবি যাবি লিখেছে তার মৃতুতে শোক প্রকাশের লেখা সামু পোষ্ট স্টিকি করেছে। সামুর এই ষ্টিকির তীব্র প্রতিবাদ করছি। মত প্রকাশের স্বাধীনতার নামে আমার মতকে কেন হেয় করা??? আমার আদর্শকে কেন অপমান করা??? আমার মত কে কেন পদদলিত করা???
এই রখম কুলাঙ্গার ও তার মানসিকতার কীট যদি জাগরন মঞ্চের পিছনে থাকে আমি সেই জাগরন মঞ্চ থেকে আমার সমর্থন প্রত্যাহার করলাম।
সামু কে বলছি, আপনারা যদি নিরপেক্ষ হন তাহলে অন্য মত প্রকাশ করলে তো এই ভাবে প্রকাশ করেন না। ইসলাম নিয়ে, ইসলামের আদর্শ নিয়ে বিকৃতি কারি অসুস্থ মানসিকতার লেখনিওয়ালাদের কদর আপনাদের এত বেশি কেন??
১৭-০২-১৩
১৬ তারিখ রাত্রে বি বি সির সাক্ষাতকারে আসিফ নামের কেউ একজন বলছিল “থাবা বাবা নাস্তিক টাইপের ছিল কিন্তু কোন ধর্ম নিয়ে গালা গালি করত না” (বা এই টাইপের কথা)
তার জন্য বলি থাবা বাবার লিঙ্কগুলো দেখে গাজা সেবন করলে ভাল হত না???
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




