
ভুল ছিল সে স্বপ্ন
ছিল ভুল সেই ধ্যান মগ্ন
শূণ্য বুকে মরুভূমি
আঁধার বুকে এসে আলো দিলে তুমি ।
তোমার পরশে পেয়েছি নতুন জীবনের খোঁজ ,
চায় মন
বন্ধু ভেবে পাশে থাকতে তোমার সারাজীবন।
গোধূলীর সাত রঙে পুরো পৃথিবী সাঁজাবো,
সারাজীবন দুজন দুজনার পাশে থাকবো ।
নতুন ভোরের নতুন আলোয়
নতুন কোন স্বপ্ন আঁকবো,
কথা দিলাম
তোমায় এই শূন্য বুকে পূণ্য করে রাখবো ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




