১) হলিউডের নায়িকারা এত বেশি বিয়ে করে আর ছাড়ে যে তাদের পি,এস রা পর্যন্ত মনে রাখতে পারে না । একবার এক নায়িকা নতুন স্বামীর ঘরে এসে বললো
“সবকিছু চেনা চেনা মনে হচ্ছে , তোমার সাথে কি আগে আমার বিয়ে হয়েছিলো ?”
২) এক আসামিকে লক্ষ করে জজ সাহেব বললেন “এই নিয়ে তিন তিন বার তোমাকে আমার সামনে আসতে হলো , এত অপরাধ করতে তোমার লজ্জা করে না?” আসামি বললো
“তা আপনার প্রমোশন না হলে আমার কি দোষ”
৩) এক বেকার কোনে চাকরি না পেয়ে অবশেষে সার্কাস পার্টতে একটি কাজ পেলো । তাকে গরিলা সেজে অভিনয় করতে হবে । তাকে গরিলার পোষাক পরিয়ে যখন খাঁচায় ঢুকানো হলো দেখে, আগে থেকেই সেখানে এক গরিলা বসে আছে । গরিলা দেখে সে ভয় পেয়ে পালাবার দরজা খুঁজতে লাগলো । পিছন থেকে আওয়াজ আসলো
“ভাই ভয় পায়েন না, আমিও আপনার মত বেকার”
আগের পর্ব গুলি
তিনটি মজার কৌতুক, বিষয়:ডাক্তার
তিনটি মজার কৌতুক, বিষয়: পাগলা গারদ !
তিনটি মজার কৌতুক, বিষয়:হোটেল! (দুইটা একটু ১৩+ )
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




