১) এক ভদ্র মহিলাকে দুই বিমা কম্পানির এজেন্ট নিজ নিজ কম্পানিতে বিমা করার জন্য চাটি মারছে!
প্রথম এজেন্ট : আমাদের কম্পানি এত দ্রুত পাওনা টাক পরিশোধ করে যে, এক লোক আমাদের অপিসে বিমা করে যাবার সময় রোড় এক্সিডেন্ট করে। আর, তার লাশ বাড়িতে পৌছার আগেই আমাদের লোক তার বাড়িতে পাওনা টাকা নিয়ে হাজির !
দ্বিতীয় এজেন্ট : আমাদের নয় তালা অপিসে এক লোক বিমা করতে আসে । যাবার সময় সে নয় তালা থেকে পিছলে পড়ে যায়। তার মৃত্যু নিশ্চিত জেনে , সে যখন চার তালা অতিক্রম করছিলো আমাদের একাউন্ট সাহেব জানালা দিয়ে তার হাতেই পাওনা টাকা বুঝিয়ে দেয় ।
২) এক লোক ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে যাবার সময় দেখে সাইনবোর্ডে লেখা আছে “এখানে টাকার বিনিময়ে পি,এইচ,ডি ডিগ্রি দেয়া হয়” লোকটি ভাবলো ভালইতো, আমার জন্য একটি ডিগ্রি কিনে নিয়ে যাই । তো লোকটি ভিতরে গিয়ে তার জন্য একটি সার্টিফিকেট কিনে আনে ।
লোকটি কিছু দুর গিয়ে ভাবলো আমার ঘোড়াটার জন্যও একটা ডিগ্রি নিয়ে যাই, লোকটি আবার ফিরত আসলো তাকে জানানো হলো “এখানে শুধু গাধাদেরই পি,এইচ,ডি ডিগ্রি দেয়া হয় ঘোড়াদের নয়”
৩) হলিউডের এক নায়িকার ডিভোর্স কেস কিছুতেই নিষ্পত্তি হচ্ছিলো না । অবশেষে তার পি,এস পরামর্শ দেয়, ম্যাডাম আপনার কেসটা ট্রান্সফার করে বাংলাদেশে নিয়ে যান শুনেছি সেখানকার উকিলরা নাকি দিনকে রাত করতে পারে ।
নায়িকা কেস ট্রান্সফার করে বাংলাদেশে এনে এক উকিলের সাথে পরামর্শ করে। নায়িকা দেখে তো উকিল সাহেবের মনে ধরে যায় বলে, ম্যাডাম কোনো চিন্তা করবেন না আপনাকে আমি যে বাক্য শিখিয়ে দেবো আদালতে শুধু সেটাই বার বার রিপিট করবেন ।
আদালত শুরু হলে জজের সামনে উকিল ম্যাডামকে কিছু প্রশ্ন করে আর ম্যাডাম শুধু বলে আমি রাজি, আমি রাজি । তিন বার বলার পর আদালতের সবাই হেসে উঠে । নায়িকা উকিলকে বলে কি ব্যাপার, আমার ডিভোর্স কি হয়ে গেছে?
উকিল বললো “এই আদালতে নতুন করে আপনার সাথে আমার বিয়ে হয়ে গেলো”
আগের পর্ব গুলি
তিনটি মজার কৌতুক-১ !
তিনটি মজার কৌতুক, বিষয়:ডাক্তার
তিনটি মজার কৌতুক, বিষয়: পাগলা গারদ !
তিনটি মজার কৌতুক, বিষয়:হোটেল! (দুইটা একটু ১৩+ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




