
কত রাত কত নির্ঘুম রাত পারি দিলাম,
ডায়েরীর পাতাগুলো ছিড়ে ছিড়ে!
সৃতিপটে আঁকা মায়াবী সুতোগুলোর রেশমি সুবাস
আমার মানসপটে আঁকা তোমাতে গাঁথতে আরো জোড়ে!
একাকি বসে রই জানালার পাশটায়
সুদূর পূবাকাশ কোনে চেয়ে
হিলুয়া বাতাসে মন মহুয়ার তাপরেখা তম ছুঁয়ে ...
জানিনা কোথায় কোন মেঘমালায়
কোন রাতজাগা পাখিটার মেলে দেয়া কাল ডানায়...
বেঁধে রাখা আছে মোর প্রেম লগনের সব নিঃশ্বাস!
জানিনা কোন তিমিরে ঢাকা পড়ে গেছে তোমাতে আমার সব বিশ্বাস!!
শুধু জানি এমনি কোন গো দিনের শেষে চলে যাবো এভাবে নাবলে কয়ে,
তোমার ছড়ানো সব অভিমান সব অপমান মালা চন্দনের পসরা সাজিয়ে ...
এবুক পরে জমা নীলগিরি পর্বতসম অবিশ্বাস ঘৃণা আর কটাক্ষ লয়ে...
রাতের অমোঘ কাম পিয়াসারা তিমিরে উষ্ণতা বাড়ায়...
প্রিয়গো আমার ক্ষমা না করো, একবার শুধু গোলাপজলে দুহাত রাঙায় ...
এসে দাঁড়িয়ো মোর কফিন পাশে কোন এক গোধুলী বেলায়...
দুটো ফুল নাহোক দু দন্ড মৌন সৃতিকাতরতায়...
ভেবে এটুকু...
হেথায় ঘুমায় তোমারি লাইলাক জনম দুঃখ সায়র সাঁতরে চির অবহেলায় ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




