এক কুকুর আরেক কুকুরকে ইহুদির ‘দালাল’ বলে। আসলে সবগুলাই কাফেরদের দালাল , পয়সার ভাগাভাগী নিয়ে টান পরলেই এক দল আরেক দলকে কাফেরদের দালাল , বলে। পয়সা ঠিক সব এক দল । সব এক জোট। তোদের ধ্বংস অনিবার্য , যেমন অবস্থা তোদের বর্তমান বিদেশী প্রভুদের ।
ইসলামী ঐক্যমঞ্চের সভাপতি মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী বলেছেন, “লালবাগ থেকে বার বার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এতে দেশের সব আলেম সমাজ লালবাগ ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।
সর্বশেষ আল্লামা আহমদ শফী’র নেতৃত্বে গড়া জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কবর রচিত হয়েছে লালবাগ ষড়যন্ত্রের কারণে।”
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইসলামী ঐক্যজোট আয়োজিত “বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজ ও সরকারের করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “হাফেজ্জি হুজুর যে ইসলামী গণজাগরণ গড়ে তুলেছিলেন, তা লালবাগ ষড়যন্ত্রের শিকার হয়েছিল। ইসলামী ঐক্যেজোটের কবরও রচিত হয়েছিল লালবাগের কারণে।”
তিনি লালবাগের জন্মদাতা মওদুদী জামায়াত-শিবির চক্রের ষড়যন্ত্র থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
জামায়াত-শিবিরকে ইহুদির ‘দালাল’ উল্লেখ করে মাসউদ আরো বলেন, “জামায়াত-শিবির চক্র ও এর দোসরদের আলেম সমাজকে চিনে রাখতে হবে। ইসলামের অপব্যাখ্যাকারী মওদুদী জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের হকপন্থি আলেমগণের বিরোধিতা করে আসছে। তারা এখনও বিরোধিতা করছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।”
বর্তমান পরিস্থিতিতে জামায়াত-শিবির চক্রকে প্রতিহত করা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আলেমদের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



