১ম বর্ষ শেষ হবার পথে;এখনও হলে সিট পেলাম না
আভাটার বের হবার কয়েকদিন পর হঠাৎ এক সহপাঠীর কাছে শুনলাম ৪র্থ বর্ষের রবি ভাইয়ের কাছে নাকি আভাটার এর মাস্টারপ্রিন্ট আছে।শুনতে সময় লাগলো বটে কিন্তু রবি ভাইয়ের রুমে দৌড়ে যেতে সময় লাগলো না।
কিন্তু হায়!!!গুড়ে বালি...রবি ভাইয়ের রুমে মস্ত বড় তালা ঝুলছে।দরজার উপর লাগানো পোস্টার এর দিকে নজর দিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ।পোস্টারটা এমনঃ
আসুন লাগাই
যে দিন কাল পড়েছে তাতে নিজেরা নিজেরা লাগানোই ভালো।আমি এবং আমার রুমমেট নিয়মিত লাগাই।প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার, বিকালে ঘুমাতে যাওয়ার আগে একবার।রাত্রে রুমমেট লাগায় আর বিকালে আমিই লাগাই।ইদানিং আর লাগাতে ইচ্ছা করে না তার পরেও লাগাতে হয়।আসলে সুরক্ষিত থাকার জন্যে সবারই লাগানো উচিৎ!তাই আসুন আমরা প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে আমাদের রুমের দরজ়া লাগাই।
সম্পুর্ণ পড়ার পর আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম
ঘাড়ে টোকা পড়ল।পিছন থেকে রবি ভাই হেসে বললেন,"কি রে কি দেখিস!"।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






