যারা টরেন্ট বিষয়ে জানেন না, তারা এখান থেকে ঘুরে আসুন।
এবার আসল কথায় আসি, কিভাবে মোবাইলে টরেন্ট নামাবেন??
মোবাইল থেকে ব্রাউজ করুন http://mtorrent.mobi তে। অথবা পিসি থেকে নামাতে এখানে ক্লিক করুন।
এটি একটি J2ME সফটওয়্যার। তার মানে মোটামুটি সকল জাভা সাপোর্টেড হ্যান্ডসেটে এটি চলবে। সফটওয়্যারটি আমাদের উপহার দিয়েছে মিউটরেন্ট। এটা দিয়ে আপনি isohunt.com এবং fulldls.com থেকে প্রায় সব ফাইল নামাতে পারবেন। কিন্ত ফাইলগুলো আপনার ফোনের জন্যে কনভার্টেড হয়ে ডাউনলোড হবে।
অর্থ্যাৎ ধরুন একটি মুভি নামাবেন ৭০০মেগাবাইটের mkv ফরম্যাটের। কিন্ত আপনার ফোনে mkv ফরম্যাট সাপর্টেড না। হয়তো এত বড় ফাইলটি চলবেও না।এই সফটওয়্যারটি ফাইলটিকে আপনার ফোনের উপযোগী করে ডাউনলোড করবে।
যাদের স্ট্রিমিং সুবিধা নেই তারা সেটিংএ গিয়ে download full movies সিলেক্ট করে নিন।
উপভোগ করুন টরেন্ট সুবিধা আপনার জাভা ফোনেই।
সফটওয়্যারটি ভালো লাগলে প্লাস দিতে ভুলবেন না।
পুনশ্চঃ আনলিমিটেড ডাটা প্লান ছাড়া টরেন্ট নামাতে গিয়ে কেউ যদি নিজের অ্যাকাউন্ট খালি করে ফেলেন, সেক্ষেত্রে ব্লগার দায়ী নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





