বয়স ২৭/২৮ হবে ঢাকা থেকে গেছে দুজন ছেলে হানইতে কাজ করতে। কথা বলে জানলাম বাংলাদেশ থেকে কোন এক বাংগালী এজেন্ট ওদের পাঠিয়েছে কাজের কথা বলে। আসবার আগে ওরা ওয়ার্ক পারমিট বা এপয়েন্টমেন্ট লেটার কিছু দেখার চেষ্টা পর্যন্ত করেনি এজেন্টের কাছ থেকে। ভিয়েতনামে হানোই য়ে আরেক বাংগালি ওদের এয়ার পোর্ট থেকে রিসিভ করে ঐ হটেলে নিয়ে তুলেছে। আজ / কাল করে কাজ দেবার নামে ওদের ওখানে ঝুলিয়ে রেখছে গত একমাস। গত তিন দিন ধরে সেই লোক গায়েব হয়ে গেছে। তার ফোনও বন্ধ। এদিকে এই দুই ছেলের ভিসা শেষ, খাবার কেনার বা হোটেলের ভাড়া দেবার টাকাও নেই। হোটেল ওদের ফ্রি রেখেছে আর খাইয়েছে গত দুদিন এখন হোটেল ওদের বের করে দিয়েছে। ওরা জানেনা কি করবে বা কোথায় যাবে। ওদের কাছে যে কম্পানি তে চাকরি দিয়ে নিয়ে এসেছে তার ঠিকানা পর্যন্ত নেই, ওরা আসবার আগে ঠিকানা বা কম্পানির নাম পর্যন্ত জানতে চায়নি এজেন্টের কাছে, কি কাজে নিয়ে আসছে তাও পর্যন্ত জানে না।
বললাম "এরকম ভুল একজন অশিক্ষীত বাংগালী গ্রামের মেয়ে করলে সাজে আপনাদের মত শিক্ষিত ম্যাচিউর ছেলে হয়ে এরকম বোকার মত কাজ করলে সাজে না।" যাই হোক ওদে বাংলাদেশ এম্বাসিতে পাঠাবার ব্যবস্থা করলাম। কারন এক মাত্র এম্বাসি ওদের সাহায্য করতে পারবে। ওদের ভিসা নেই তাছাড়া ফেরার টিকেটও নেই।
যাই হোক পরের দিন আর ওদের দেখিনি। সকালে ৮টার দিকে বাসে উঠলাম। বাস কন্ডাক্টর যদিও বলল ঘাটে পৌছুতে ২ ঘন্টা লাগবে কিনতু পৌছাতে চার ঘন্টা লাগলো।
পৌছানোর পর আমাদের ওরা স্টানডার্ড বোটে পাঠাবার ব্যবস্থা করেছে দেখে আমারা বললাম আমরা সুপার ডিলাক্স বুক করেছি এবং সেই পরিমানের বেশি টাকা দিয়েছি। কিন্তু ওড়া ওদের এন্ট্রি আর বুকিং চেক করে বললো আমাদের নামে স্টান্ডার্ড বোট বুকিং দেয়া আছে। প্রচন্ড মেজাজ খারাপ হলো আবার ধরা খাবার জন্য।
আমাদের সথে যারা ঐ একই বোটে ছিল তাদের জিঙ্গেস করে জানলাম ওরা আমাদের অর্ধেক টাকা দিয়ে দুই রাত তিন দিনের জন্য ভারা করেছে। আমারা ওদের ডাবল টাকা দিয়ে এক রাত দুই দিনের বুকিং দিয়েছি।
কিন্তু ভুল বোটে পাঠানো হলো আমাদের। সুপার ডিলাক্সের বদলে স্টান্ডার্ড।
আবারও মন খারাপ করে সময় নষ্ট না করে আমারা ঠিক করলাম সময়টা এনজয় করার। আমাদের বোট চলল সাগড়ের পথে হালং বে... দুপুর ২ টার দিকে।
চমৎকার ভিউ....আর তার সাথে সার্ভ করল চমৎকার লান্চ। বিশাল ভাজা মাছ, কলমি শাক, মিক্স ভেজিটেবল আর সালাদ....। আমারা খিদেয় মরছিলাম সবাই মিলে ঝাপিয়ে পরলাম খাবারে উপর।
পিচ্চি দুটো খুব জমিয়ে বসল বোটের অন্য ট্যুরিস্টদের সাথে।
ড্রাইভারের কোলে বসে বোট চালাল কিছুক্ষন!!!
ঘন্টা খানেক পর বে এর পাহাড় গুলোয় পৌছালাম। সাগড়ের মাঝ ছোট ছোট পাহাড় মাথাতুলে দাড়িয়ে আছে, ভেতরে বিশাল বিশাল লাইম স্টোনের গুহা নিয়ে।
বোট থেকে নেমে আমারা পাহাড় বেয়ে গুহায় ঢুকলাম।
গুহা গুলো নানান রং এর লাইট দিয়ে আবছায়া মত আলোকিত করা, তাতে রহস্য ময় হয়ে উঠেছে ভেতরটা।
চমৎকার প্রাকৃতিক লাইম স্টোনের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম।
পিচ্চি দুটেো খুব মজা পেল পাহাড় ভেংগে গুহায় ঢুকতে।
ওখানে সেরে আমারা গেলাম নৌকা চড়ে পাহাড়ে ঘেড়া লেগুন আর লাইম স্টোন দেখতে।
চমৎকার শান্ত আর সুন্দর প্রকৃতি দেখে আমারা সবাই চুপচাপ প্রকৃতির মাঝে ডুবে গিয়ে প্রকৃতিকে উপভোগ করলাম ঘন্টা দুই।
বোটে ফিরে যখন নিচে আমাদের রুমে গেলাম মনটা আবারও খারাপ হয়ে গেল। সিংগেল বেডের অর্ধেক সাইজের দুটো বেড ঘড়ের বেশির ভাগ জায়গা দখল করে আছে। নো এয়ারকন, হাটবার বা লাগেজ রাখবার জায়গা নেই পর্যন্ত। আমার যে ছবি দেখে যে রুম বুক করেছি তাতে দুটো বিশাল ডাবল বেড এয়ারকন, সোফা...।
রাতে চমৎকার ডিনারের পর বাচ্চারা বিছানায় গেলে আমারা বড়রা তারা ভড়া আকাশের নিচে ডেকের উপর ডেক চেয়ারে গা এলিয়ে চমৎকার সাময় কাটালাম। অসাধারন অভিঙ্গতা সাগরের মাঝে লেগুন গুলোতে হাড়িয়ে যওযা...।
পরের দিন আমরা গেলাম কায়াকিতে। বাচ্চারা গেল আমাদের সাথে। জ্যমা আমার সাথে সামনের সিটে গ্রেস পিছনের সিটে হাইডির সাথে। নৌকো আমি কোনদিন বাইনি এর আগে। আর কায়াকি বেয়ে আমরা দুটো মেয়ে দুটো বাচ্চা নিয়ে সাগরে চলে গেলাম। অসাধারন ব্যপার আর কি!!!!
দুপুরের দিকে ফেরা শুরু হলো। ঘাটে এসে দেখি আমাদের নিতে যে বাস আসবার কথা সেটা কখন আসবে কেউ জানে না। আমারা সবাই লাগেজ নিয়ে বাচ্চাদের নিয়ে রাস্তার উপর টিপ টিপ বৃষ্টির ভেতর দাড়িয়ে বাসের অপেক্ষায়, কোন শেল্টার নেইযে দাড়াব। আবার শেল্টারের নিচে গেলে বাস মিস করার সম্ভবনা।
তিন ঘন্টা পরে বাস এলো। হানোই ফিরতে সন্ধে হলো। আবারও হোটাল খোজা শুরু করালাম কারন যে হোটেলে হালং বে যাবার আগে ছিলাম তাতে রুম নেই। যা হোক একটা হোটেল পাওয়া গেল। লাগেজ রেখে গেলাম ট্যুর কম্পানির কাছে টাকা ফেরত নিতে। টাকা ফেরত দিল আমাদের চিৎকার চেচামেচিতে। টিকেট কাটলাম "নিন বিন" যাবার জন্য পরের দিন। ডিনার করে রুমে ফিরে যথারিতী টায়ার্ড আর ঘুমে ঢলে পড়া "নিন বিনের" স্বপ্ন নিয়ে আর সুদিন/ সুসময়ের আশা নিয়ে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



