হোমোসাইড রেট পার কান্ট্রি হল কোন দেশে এক লাখ লোকে মাথপিছু ক্রাইমের পরিসংখ্যান।যেভাবে শিক্ষার হার ধরা হয় ১০০তে আবার জন্মহার গোনা হয় ১০০০এ।
একটা দেশে মাথাপিছু আয় যেমন দেশটির সচ্ছলতার চিত্র দেখায় তেমনি অপরাধের হার ও কিন্তু দেশটির আর্থ-সামাজিক চিত্রটা তুলে ধরে।আবার একটি দরিদ্র দেশের তুলনায় ধনী দেশের অপ্রাধের হার কম হলে সেটি অসাভাবিক।কারন আর্থিক সক্ষমতা ও প্রতিযোগিতা অপরাধের একটা মেইন ক্যাটালিস্ট।যার কারনে আমেরিকার চেয়ে বাংলাদেশের ক্রাইম রেট কম হলেও আমরা প্রাউড ফিল করতে পারিনা কারন আমেরিকা আর্থ-সামাজিক ক্ষেত্রে আমাদের চেয়ে এগিয়ে।কিন্তু জাপান বা জার্মানি পারে কারন তারা আমেরিকার সমান পর্যায়ের ইকনমি।
এবার আমরা আসি সেরা দশমোস্ট ক্রাইম রেট ও সেরা ৫ মোস্ট ক্রাইম রেট এর লিস্ট এ।
টপ ৫ মোস্ট ক্রাইম ফুলঃ
১।১।হন্ডুরাস*পপুলেশন-৮২,০০,০০০ ,আয়তন-১,১২,০০০কিমি ,মাথাপিছু আয়- ৪৩৫০$
ক্রাইম রেট৮৭
২।এল সালভাডর*পপুলেশন-৬২লাখ ,আয়তন-২১,৪০০ ,আয়-৭৫০০
ক্রাইম রেট৭১
৩।ভেনেজুয়েলা*পপুলেশন-২কোটি ৯০ লাখ ,আয়তন-৯,১৬০০০ ,আয়-১২৫০০
ক্রাইম রেট৬৮
৪।বেলিজ*পপুলেশন-৩লাখ ,আয়তন-২২০০০ ,আয়-৮২০০
ক্রাইম রেট৩৯
৫।গুয়েতমালা*পপুলেশন-১কোটি৩৮লাখ ,আয়তন-১০৮০০০ ,আয়-৫০০০
ক্রাইম রেট৩৯
৬।জামাইকা*পপুলেশন-৩০লাখ ,আয়তন- ১০৯৯১,আয়-৯০০০
ক্রাইম রেট৩৯
৭।সেনট কিট & নেভিস*পপুলেশন-৫০০০০ ,আয়তন-২৬১ ,আয়-১৫০০০
ক্রাইম রেট৩৬
৮।বাহামাস*পপুলেশন-৩৫০০০০ ,আয়তন-১২৭৮৭ ,আয়-৩০০০০
ক্রাইম রেট৩৬
৯।কলম্বিয়া*পপুলেশন-৪কোটি৬৩লাখ ,আয়তন-১১৪১০০০ ,আয়-১০০০০
ক্রাইম রেট৩৩
১০।সাউথ আফ্রিকা*পপুলেশন-৫কোটি ১৭লাখ ,আয়তন-১২০০০০০,আয়-৮০০০
ক্রাইম রেট৩২
টপ ৫ লিস্ট ক্রাইমফুলঃ
৫।জার্মানি
ক্রাইম রেট দশমিক৮১
৪।স্পেন
ক্রাইম রেট দশমিক৭২
৩।নরওয়ে
ক্রাইম রেট দশমিক৬৮
২।অস্ট্রিয়া
ক্রাইম রেট দশমিক৫৬
আর এক নাম্বার এ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!?????????????????????????!
!!?????????????????????????????
!???????????????????????????????
হ্যাটস অফ টু*********************************
জাপান ক্রাইম রেট দশমিক৩৬
এবার আমাদের সাউথ এশিয়া আর প্রতিবেশিদের মাঝে ক্রাইম রেট এক নজরে-
আফগানিস্তান-হিসাব নেই,
পাকিস্তান-৭.৩
শ্রীলঙ্কা-৪.৬
ইন্ডিয়া-৩.২
নেপাল-২.৮
বাংলাদেশ-২.৪
মিয়ানমার-২(প্রায়)
দেখলেন তো,আমরা কিন্তু খারাপ নেই,ধন্যবাদ সাহারা খাতুন।
কেমন লাগলো জনাবেন, আমার পোস্ট তো আবার আপনাদের ভাল লাগেনা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




