ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।
এই দাবীকে সামনে রেখে আজ ১৩-০১-২০১৩ইং তারিখে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেলো মৌন মিছিল। মাত্র স্বল্প কয়েক দিনের নোটিশে শুধুমাত্র ফেসবুক আর ব্লগে প্রচারনা করেই আমরা যেটুকু সমর্থন পেয়েছি তা কাজে লাগিয়ে সম্পন্ন করে ফেললাম আমাদের এই আয়োজন। যা আমাদের কাছে খানিকটা অপ্রত্যাশিতই ছিল।
ইভেন্ট এর পূর্ব মুহূর্তঃ
আমিনুর ভাই আমাকে কল করে বললেন "আরমান তুই তো বরিশালে আছিস। ওখানেই একটা ইভেন্ট করে ফেল। কাজ শেষ করে তবেই ঢাকা ফিরবি।" যেই কথা সেই কাজ। শুরু করে দিলাম যুদ্ধ, মানে ইভেন্ট এর প্রস্তুতি।
ইভেন্ট এর আয়োজনঃ
কয়েকদিন ধরেই ইভেন্ট নিয়ে আমি, মোরশেদ ভাই, রাতুল ভাই, মিতুল ভাই আর মেহেদী ভাই প্ল্যান করেছি। এর মধ্যে মোরশেদ ভাই অনেক দৌড়াদৌড়ি করেছেন। যেমন নেতাদের কাছে যাওয়া, মিছিল এর অনুমতি নেওয়া ইত্যাদি। আর রাতুল ভাই ব্যানার এর শ্লোগান "ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই" তৈরি করেছেন।
অনেক ঝামেলা পাড়ি দিয়ে আজ আমাদের ইভেন্টটি সফলভাবে শেষ হল।
হতাশার কথাঃ
বরিশালে এই রকম একটা বড় ইভেন্ট আমি এই প্রথম করেছি। আর এটি করতে গিয়ে যেই সমস্যাগুলোর মুখে পড়েছিলাম তা হলঃ
০১. অধিকাংশ মানুষই ব্লগ সম্পকে জানে না ! তারা শুধু ফেসবুক জ্বরেই আক্রান্ত। এই ব্লগ সম্পর্কে বুঝাতে গিয়ে আমার আর মোরশেদ ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।
০২. মানুষ প্রথমে হ্যাঁ হ্যাঁ, আছি আছি বলে, কিন্তু কাজের সময় কাউকে আর বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না !
০৩. রাজনৈতিক কারণে বেশ কয়েকবার আমাদের প্রোগ্রাম এর জায়গা এবং সময় পরিবর্তন করতে হয়েছে।
০৪. "আমরা ব্লগার"- এরা কোন রাজনৈতিক সংগঠন? কিংবা "আমরা ব্লগার"- এদের সাংগঠনিক প্যাড কই? - এই ধরনের প্রশ্নের সম্মুখীন হাজার বার হতে হয়েছে।
০৫. আর সব থেকে বড় হতাশার কথা হল একজন মেয়েকেও এই মিছিলে আনা সম্ভব হয় নি !তাদের মনে হয় শুধু পা ধরা টাই বাকি ছিল ! তবুও তাদের আনা সম্ভব হয় নি !
আশার কথাঃ
অনেক হতাশার কথা শুনালাম। এইবার একটু আশার কথা শুনাইঃ
০১. অনেকেই সচেতন হয়েছে বাংলা ব্লগ সম্পর্কে।
০২. তারা ভবিষ্যতে আমাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সাথে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
০৩. কিছুটা হলেও ধর্ষণ সম্পর্কে সবাইকে সচেতন করা গিয়েছে।
আমার কথাঃ
০১. অনেকের সাথেই পরিচয় হয়েছে। সু-সম্পর্ক হয়েছে।
০২. রাতুল ভাই, মিটুল ভাই আর মেহেদী ভাইয়ের মতো তিনজন বড় কবির সঙ্গে পরিচয় হয়েছে।
০৩. মেহেদী ভাই আর মিটুল ভাই - ওনাদের দুজনেরই কবিতার বই বের হচ্ছে আসছে বই মেলায়।
০৪. ধর্ষণ সম্পর্কে সবাইকে কিছুটা হলেও সচেতন করতে পেরে ভালো লাগছে।
০৫. সামনে বড় কোন প্রোগ্রাম আয়োজন করার সাহস এসেছে।
মৌন মিছিলের কিছু খণ্ড-চিত্রঃ
০১. মিছিল শুরুর পূর্ব মুহূর্তেঃ
০২. সায়েম ভাই আরমান মিয়ারে কি কইতাছে?
০৩. মিছিল শুরু ( মৌন মিছিল, তাই কেউ কিছু বলতে পারতেছে না )
০৪. সায়েম ভাই ইন ভাবযযয...
০৫. আরমান মিয়া দাত ক্যালায় কেন?
০৬. অবশেষে একজন নারীকে কোন মতে পাওয়া গেলো !
০৭. মিছিল টু বি কন্টিনিউড-০১
০৮. নারীগণের একাংশ বসিয়া রহিয়াছেন, তবুও তাহারা মিছিলে আসিলেন না !
০৯. মিছিল টু বি কন্টিনিউড-০২
১০. মিছিল টু বি কন্টিনিউড-০৩
১১. মিছিল টু বি কন্টিনিউড-০৪
১২. মেহেদী ভাই কি ভাবছেন?
১৩. সমাপ্তির পথে...
১৪. অনুষ্ঠান শেষে চায়ের দোকানে বরিশালের কবি গণের সাথে আমি এই অধম একজন আরমান।
ভিডিও লিঙ্কঃ
০১.
০২.
ফটো ক্রেডিটঃ নেবুলা মোরশেদ ভাই
শ্লোগান ক্রেডিটঃ রাতুল ভাই
সব ক্রেডিটঃ আম জনতা
বিশেষ কৃতজ্ঞতাঃ আমিনুর ভাই আর মোরশেদ ভাই
সবাইরে অনেক ক্রেডিট দিয়া নিজের কাছে এখন কিছুই নাই, তাই ডেবিটগুলান সব একজন আরমান'রে দিলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




