আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো।
দুঃখের সময় অন্তত আমার হাতটা চেপে ধরো।
আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই যখন আমার চোখদুটো লাল-
তখন আমার বুকে তোমার মাথা রাখো।
আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি আমার সাথে অনেকটা পথ হাঁটো।
যখন ক্লান্ত হবে আমার কাঁধে তোমার মাথা রাখো।
আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে।
তবুও মনের মাঝে সুপ্ত এক আকাঙ্খা,
তুমি আমাকে নিখাদ ভালোবাসো !
- একজন আরমান
০৬/০৪/২০১৩
সকাল ১১:৫০:০৭
উৎসর্গঃ হ্যাঁ, তোমাকেই !
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





