অনাহুত প্রেম ডেকেছিল আমায়,
তারে সাড়া দিয়ে করেছিলাম ভুল !
অঙ্গনা অনিত্য অদিতি মাঝে তুমি কেন অদয়?
তোমারই নিমিত্তে আজ এ হৃদয় শোণিত !
অকৈতব প্রণয়ে বেঁধেছিলাম তোমায়,
আর তুমি?
অদিব্য অনৃত দিয়ে বেঁধেছিলে মোরে।
তোমার অঞ্জনে আমি ছিলাম মোহাবিষ্ট।
বুঝি সে সুযোগেই আমার হৃদয়ে
তুলে গিয়েছো সাইমুম।
তবু আজও আমি অন্বেষণ করি
সাঁচি ভালোবাসা !
-একজন আরমান
০৪/০৮/২০১৩
সকাল ১১:২০:০৭
উৎসর্গঃ কান্ডারী অথর্ব ও রাইসুল নয়ন।
সাইট লিংকঃ
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





