ধাপঃ ১
প্র্রথমেই যেহেতু শিরোনাম। তাই শিরোনাম নিয়েই প্রথমে একটু চিন্তা করুন তার পর লেখা শুরু করুন। তবে পুরো লেখা শেষ করে শিরোনাম দিলে শিরোনাম ভাল হয়। আর এই দিক টা লক্ষ করুণ যেন শিরোনাম টা আকর্ষণীয় হয়। শিরোনামের সাথে মিলিয়ে ইমোটিকন যোগ করুণ। আশা করি এটা শিরোনামটাকে আরো আকর্ষণীয় করে তুলবে।
ধাপঃ২
এবার গল্পের সাথে সম্পর্ক রেখে গুগোল মামা অথবা অন্য কোন জায়গা থেকে একটি ছবি ডাউনলোন করে গল্পের প্রথমেই সেট করুন। তবে ছবিটা যেন গল্পের সিকুয়েন্স এর সাথে মিলে যায়, এই দিকটায় লক্ষ রাখুন।
ধাপঃ৩
গল্পটি যদি তথ্য সংক্রান্ত না হয়। অর্থ্যাৎ এমনিতেই কোন সাধারণ গল্প হয়। তবে গল্পটি বেশী বড় করবেন না। এতে পাঠক আপনার লেখাটিতে ঢু মেরে অনেক বড় লেখা দেখে ধর্য্য না থাকায় আবার বেরিয়ে যাবে। তাই যতটুকু সম্ভব অল্প কথায় গছিয়ে লেখুন।
ধাপঃ৪
সময়ের প্রতি লক্ষ রাখুন। একটি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। একজন লোক ছিলেন যিনি বানিয়ে বানিয়ে ওয়াজ করতেন। আর তার সাথে একজন চামচা থাকত সবসময়। একবার ওয়াজ করলেন , মেয়ে মানুষের কেথা পুরুষ মানুষের গায়ে দেওয়া হারাম। পরবর্তীতে চামচা যখন মুরুব্বী হলেন তখন শীতকালে ওয়াজ করলেন মেয়ে মানুষের কেথা গায়ে দেওয়ার হারাম ঘটনাক্রমে ঐ দিন রাতেই উনি শীতে উপয়ন্তর না দেখে মেয়ে মানুষের কেথা গায়ে দিলেন। আর জনগন এই কারণে তাকে পিটালেন । যখন বৃদ্ধ গুরুর কাছে সব খুলে বললেন উনি ও পেটালেন আর বললেন গাধা গরম কালের ওয়াজ তুই শীতকালে করছস কেন। আমি তো ঐটা গরম কালে কইছিলাম। তাই ক্রিকেট বিশ্বকাপের সময় ফুটবল নিয়ে কিছু লিখতে যাবেন না।
ধাপঃ৫
শেষ পেরাটায় একটু মজা দিয়ে একটা সামারী দ্বার করান। একটা মেসেজ দিন। অথবা সাহিত্য কেন্দ্রিক একটা বাক্য দিয়ে শেষ করেন। যেমন: আদু মিয়ার পান খাওয়া ঠোট গুলো লাল থেকে আরো লাল হয়ে যায়......
ধাপঃ৬
লেখা শেষ হলে আরেকটা টেব খুলে দেখে নিন সামহ্যোরের পোষ্টর অবস্থা। যদি দেখেন কোন লেখা হিট হয়ে আছে প্রথম পাতায় অর্থাৎ দেখলেন একটি লেখা ২০৮ বার পঠিত এবং ১৮ টি মন্তব্য নিয়ে প্রথম পাতায় আছে তা হলে অপেক্ষা করুন যতক্ষণ না এই লেখাটি ২ য় পাতায় না চলে যায়। কারণ এই অবস্থায় আপনার লেখাটি পোষ্ট করলে ঐ হিট হওয়া লেখাটি পাঠক পড়তে পড়তেই আপনার লেখাটি ২ য় পাতায় চলে যাবে। কাজেই এক্ষেত্রে অপেক্ষাই উত্তম।
ধাপ:৭
সাথে এটাও দেখুন কোন পোষ্ট নির্বাচিত পাতায় আছে কি না। যদি থাকে তবেও অপেক্ষা করুন। কেননা এতে আপনার লেখাটি প্রথম পাতার মধ্যঅবস্থায় থাকবে এতে অনেকের চোখ এড়িয়ে যাবে। তাই নির্বাচিত পোষ্ট এ কোন পোষ্ট না থাকলেই আপনার লেখাটি পোষ্ট করুন।
ধাপঃ ৮
কেউ আপনার লেখায় কমেন্ট করলে সাথে সাথেই উত্তর দেবার চেষ্টা করুণ। কমপক্ষে ধন্যবাদ দিন। কেননা এতে আপনার মন্তব্য সংখ্যা বাড়বে যা অন্যপাঠক কে আপনার লেখায় দৃষ্টি দিতে সহায়তা করবে।
ধাপঃ ৯
আপনি অন্যের লেখায় পজেটিভ মন্তব্য করুন এতে আপনার নিকটা অনেকের মাথায় থাকবে এবং সেই সুত্রে আপনার লেখায় ও তারা ঢু মারবে। আর হ্যা কেউ নেগেটিভ মন্তব্য করলে মাথা ঠন্ডা রাখুন। এবং যতটা সম্ভব পজিটিভ উত্তর দিন।
ধাপ: ১০
এতক্ষন যা বললাম তা প্র্যাকটিকাল দেখতে চাইলে দেখুন সেইফ হওয়ার পর আমার লেখাগুলো প্রায় প্রতিটিই হিট হয়েছে।
Click This Link
পরিশেষে সবার সুস্থতা কামনা করছি এবং আপনাদের মাথায় আরো ধাপ থাকলে শেয়ার করার অনুরোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



