![]()
আমার একটা বন্ধু ছিলো শুধু ছিলো না এখনো আছে জানিনা আর কদ্দিন থাকবে। তবে না থাকাটার চাইতে থাকাটা ভালো। আমার সকাল দুপুর সাঝে কিংবা রাত্রী মাঝে আমার ব্যাস্ততার ঘোরে সে থাকতো ছায়া হয়ে। তাকে আমি চোখে দেখিনি কোনদিন, চোখে হয়তো তাকে দেখা হবে না আর। আমার ইচ্ছে যে করতো খুব তাও কিন্তু নয় তবে তাকে না দেখার কষ্ট ছিলোনা আমার মাঝে। আমার সে বন্ধুটি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভালো সম্পর্ক হিসেবে বন্ধুতকেই বিশ্বাস করতো, আমি তার সাথে সাথেই ছিলেম রাত-দুপুর হয়ে তাকে ভালোবাসার হাতছানি দিলে বলতো, ভালোবাসায় যা আছে বন্ধুত্বে আছে তারচেয়েও বেশি কিছু .......................

একটা সকাল আর তার সুরেলা কন্ঠে ঝরে পড়া একটা গান আমার মনকে তার খুব কাছে টেনে নিয়ে গিয়েছিলো; ভেবে ছিলেম এই বুঝি ভালোবাসা এলো বলে কিন্তু না সে বলতো এটা বন্ধুত্বের একটা অংশ। আমি মেনে নিতাম ভয়ে যদি সে হারায়।
আমি আর সে থাকি প্রায় চারশ কিলোমিটার দুরে একটি বার সে আমায় দেখতে চেয়েছিলো যেতে পারিনি; বন্ধু তোমার চোখেই তো আছি আমি রক্তমাংসে গড়া দেহটা না দেখলেই কি নয়, আমার কথায় সে থমকে গিয়েছিলো। না আর দেখা করিনি। আমি কেদেছি প্রানভরে আধারাত আর বাকি রাত সে কেঁেদ ভোর করে দিয়েছিলো।
আমরা ভালো বন্ধু হতে চেয়েছিলাম; হয়েছি
আর কি চাই তাহলে প্রেম না তা চাইবো না । তাহলে কি আর থাকলো বাকি এ জগত সংসারে।
আমার কথা শুনতে তার সে,কি আকুলতা
চোখ বন্ধ করে সে মিথ্যে বলতে চেয়েছিলো, পারেনি কখনো। কিন্তু সে বলে গেছে বন্ধু তোমার ঋণ শোধিবো কি করে বলতে পারো আমার সকাল রাত্রী যে বিষন্নতা ছিলো তা তুমি দূর করে নিমিষেই মন ভালো করে দিতে; তুমি আমার কোন জনমের সাথী ছিলে বলতে পারো ?
আমি হতবাক হতাম না কারন আমি কি করে যেন বলে দিতে পারতাম ওর কি কারনে মন খারাপ থাকতো। একটা টেলিপ্যাথি ছিলো দুজনার মাঝে হাতটা কেটে গেলেও চোখ লাফাতো ভর সন্ধ্যে দুপুর বেলা।

চাদঁ টা গিলে ফেলা যায় কি তাহলে তাই করতাম।
কেন এতো দূরে রইলাম, কেন চাদঁ হলাম না তাহলে তো বন্ধু তোমায় দেখতাম নিত্য সন্ধ্যে বেলা। তুমি যে জোছনা বিহারে বনে ডেকেছিল আমি তো পারিনি যেতে আমি যে চারপেয়ে দৈত্য হয়ে আছি এই ভূসমাজে। আমি কথার খেই হারিয়ে ফেলছি আজ ক্ষণে ক্ষণে। একটা ছোট চিঠিই আছে আমার কাছে তার লেখা সেখানে একটা আকুতি আকাঁ আমাকে ডাকে মধ্যরাতে আমি ছুটে যেতে চাই থমকে দাড়াই একটা মিথ্যে যে তাকে বলেছিলেম কবে; আজও সত্যি করে বলা হয়নি বন্ধু আমি একটা মিথ্যে বলে আজও কষ্টে ভুগি রাত-দুপুর।
না বন্ধু কখনো চোখের তরল ফেলো না তুমি। আমি তাহলে জলঋৃনে পড়ে থাকবে চিরটাকাল।
আমাকে তুমি মিস করবে ভীষন জানি কি করবে জগৎ সংসারে মেয়ে হয়েছো যেতে হবে কারও অর্ধাঙ্গিনী হয়ে। থাকবে পড়ে আমাদের দু’জনার বন্ধুত্ব এই পৃথিবীর তরে।
_____________________________________________

হাত বাধো মন বাধো
তুমি আমাকে না কাছে ডাকো,
প্রনয়ের জমিনে আছরে ফেলো না।
আমি কিছু বলবোনা, আমাকে ঘুড়ি করে আকাশে উড়াও।
তবুও ভালো থাকো নিজেকে নিয়ে
নিজের জীবনকে এভাবে পুড়িয়ে দিওনা
হাত বাধো মন বাধো
*********************************

তাকে আমি চোখে দেখিনি
তাকে আমি চোখে দেখিনি;
সে আমার তুমি।
কথাছিলো এক বিকেলে তুমি আমি মিলবো ষ্টেশনে
তুমি বলেছিলে,
এতো পথ কিংবা পার্ক থাকতে ষ্টেশনে কেন?
-------------------------------------------------

আমি কাউকে বলিনি
আমি কাউকে বলিনি; বলতে পারিনি; হয়তো বলতে পারবও না
আমাকে ভাবনাকে খেয়া করে ভাসাতে ভাসাতে তুমি বলেছিলে
এটা হয়না ;
কেন হয়না?
হয়তো কোনদিন দেখা হবেনা,
তোমার আর আমার চোখ লোক লজ্জার ভয়কে আগ্রাহ করে মিলবে না কোনদিন।
আজকাল চোখটার যে কি হয়েছে শুধু শ্রাবণে ভাসতে চায়
চোখটা বন্ধ করতেই পারিনা;
বন্ধ করলে সে শুধু তোমার মুখটাকে ছবি করে মনের পর্দা কাপায়।
সে ছায়া হয়; শব্দ হয়না; সে আকুতি হয় কিন্তু ডাকেনা।
আমার সে তুমি যেন, কেমন ভ্যাবাচাকা হয়ে থাকছো ক্যালেন্ডারের মতো ঝুলে।
----------------------------------------------------------

এভাবে বেচেঁ থাকা যায়না
আমি চোখ খুললাম
দেখি তোমার আকুলতা আমাকে ছুয়ে যাচ্ছে বাতাস হয়ে
আমি অনুভবে জানলাম; তুমি কাদঁছো তবে নিরবে
আমি নিরব হলাম একেবারে শান্ত
তুমি কান্না থামালে চোখ মুছলে হাতে;
ভাঙ্গা গলায় বললে
এভাবে হয়না; এভাবে বেচেঁ থাকা যায়না
এভাবে শুধু কষ্ট নামাক শব্দটাকে আকড়েঁ ধরা যায়
কিন্তু শান্তি পাওয়া যায়না।
--------------------------------------------------------
![]()
কিছু হতে চলেছে
মনের জমানো না বলা কথাটা; চোখ ঢাকলে এখনো সর্ষে দানার মতোন চোখে ভাসে।
তুমি আড়াল রেখে মনের কথা গুলো;
আমাকে বোঝাতে বন্ধুত্বের কাছে ভালোবাসা কিছূই না;
ভালবাসলে মন পোড়বে,ভাঙ্গবে হৃদয়
কিন্তু বন্ধুত্ব সারাজীবন পাশে থাকার কোন যন্ত্রনা নেই এতে;
পার্শ্ব প্রতিক্রিয়াটা খুব কম থাকবে।
একটা দিন যখন দিনের মতো চলে
তখন কেউ তো কিছু বলেনা
তখনি কিছূ বলে যখন অন্যরকম কিছু মনে হয়
আজ কি তাই হতে চলেছে.................
________________________________________
৩১ মার্চ -২০১০ আমার বন্ধু জেন এর বিয়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



