১৯০৪ সালের ১৮ এবং ১৯শে ফেব্রুয়ারী ভারতের ভাইসরয় (১৮৯৯-১৯০৫) লর্ড কার্জন তৎকালীন পূর্ব বঙ্গ সফরে আসেন। সফরকালীন সময়ে তিনি নবাব সলিমুল্লাহর আতিথ্য গ্রহণ করেন এবং আহসান মঞ্জিলে অবস্থান করেন। লর্ড কার্জনের পূর্ব বঙ্গ সফর উপলক্ষ্যে ৩০টি ছবি সম্বলিত একটি অ্যালবাম প্রকাশ করা হয়। অ্যালবামের ছবিগুলোর আলোকচিত্রী ছিলেন ফ্রিয ক্যাপ। অ্যালবামটি লর্ড কার্জনের পূর্ব বঙ্গ সফরের একটি স্মারক, তার সফরের কোন রেকর্ড নয়।
ফ্রিয ক্যাপ ১৮৮০ সাল থেকে কমার্সিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। সেই সময় তার কলকাতার চৌরঙ্গী রোড এবং হুমায়ুন প্লেসে স্টুডিও ছিল। ১৯০০ সালের প্রথম দিকে তিনি ঢাকার ওয়াইজঘাটে একটি স্টুডিও স্থাপন করেন। ভারতবর্ষের তদানীন্তন ভাইসরয় লর্ড কার্জন যখন ঢাকা আসেন তখন তিনি কার্জন কালেকশন (Curzon Collection) নামের এই এলবামের কাজ করেন। জাতিতে তিনি জার্মান ছিলেন।
অ্যালবামের নাম: Curzon Collection: 'Dacca, February, 1904'
আলোকচিত্র শিল্পী:Fritz Kapp
আলোকচিত্রের সংখ্যা: ৩০টি
সাইজ: 217x271mm to 230x284mm
মাধ্যম: Gelatine-silver prints/Photographic print
আলোকচিত্রের আনুমানিক সময়কাল:১৯০৪
অ্যালবামের বর্ণনা: Green full-leather album, 353x495mm, containing mounted prints with handwritten captions. The title is stamped in silver on the front cover, the date referring to the occasion of Curzon's visit.
আসুন ছবিগুলো দেখা যাক। ছবিগুলোর বিন্যাসে ব্রিটিশ লাইব্রেরী ক্যাটালগের ক্রম অনুসরণ করা হয়েছে।
১। টাইটেল: [Portrait of] Nawab Sir Abdul Gunny
এই ছবিটি উল্লেখিত অ্যালবামের নাও হতে পারে; নিশ্চিত তথ্য নেই।
২। টাইটেল: [Portrait of] Nawab Sir Ahsunallah Bahadur
এই ছবিটি উল্লেখিত অ্যালবামের নাও হতে পারে; নিশ্চিত তথ্য নেই।
৩। টাইটেল: [Portrait of] Nawab Salimallah Bahadur
এই ছবিটি উল্লেখিত অ্যালবামের নাও হতে পারে; নিশ্চিত তথ্য নেই।
৪। টাইটেল: The Palace Ashum Munzil, [Dacca]
৫। টাইটেল: Palace Grand Staircase, [Dacca]
৬। টাইটেল: Palace Drawing Room, [Dacca]
৭। টাইটেল: Palace Ball Room, [Dacca]
৮। টাইটেল: Palace Hindoustani Room, [Dacca]
৯। টাইটেল: Palace Library, [Dacca]
১০। টাইটেল: Palace Card Room, [Dacca]
১১। টাইটেল: Palace State Bed Room, [Dacca]
১২। টাইটেল: Palace Billiard Room, [Dacca]
১৩। টাইটেল: Palace Dining-Room, [Dacca]
১৪। টাইটেল: Nawab's Shahbagh Garden, [Dacca]
শাহবাগ গার্ডেনে পানি সরবরাহের জলাধার।
১৫। টাইটেল: Nawab's Shahbagh Garden, [Dacca]
শাহবাগ গার্ডেনে নবাবের দরবার হল, যা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যাণ্টিন নামে সুপরিচিত।এখান থেকেই তৎকালীন মুসলিম লীগের যাত্রা শুরু ১৯০৬ সালে। কালের পথ পরিক্রমায় অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।
১৬। টাইটেল: Nawab's Dilkusha Garden, [Dacca]
নবাবের শাহবাগ গার্ডেনের মূল দালান, বর্তমান রাজউক ভবনের পূর্বে অবস্থিত বঙ্গভবনের অংশ। ১৮৮৮ সালে টর্নেডোতে আহসান মঞ্জিল ক্ষতিগ্রস্ত হলে নবাব পরিবার এখানেই সেই সময় অবস্থান করেন।
১৭। টাইটেল: Nawab's Deer Park, [Dacca]
নবাবের বাগানে হরিণের পাল। শাহবাগের কাছে ঢাকা গেটের কাছাকাছি অবস্থান ছিল (আনুমানিক)।
১৮। টাইটেল: Dana Dighi Lake, Dilkusha, [Dacca]
দিলকুশা গার্ডেনের অন্তর্গত ডানা দীঘি; বর্তমানে বঙ্গভবনের অংশ।
১৯। টাইটেল: Small Garden House, Dilkusha, [Dacca]
দিলকুশা গার্ডেনের অবস্থিত ইউরোপিয়ান রীতিতে তৈরী ‘মানুক হাউস’। এই ভবনটি মূলত আর্মেনিয়ান জমিদার মানুক কতৃক নির্মিত। ভবনটি বর্তমানে বঙ্গভবনের অংশ।
২০। টাইটেল: Dacca Town Chowk
তৎকালীন সময়ের চক বাজার। ছবিতে বাম পাশে (পিছনে) চকবাজার মসজিদ / চকবাজার শাহী মসজিদ দেখা যাচ্ছে।
২১। টাইটেল: Mitford Hospital, [Dacca]
মিটফোর্ড হাসপাতালের সম্মুখভাগের ছবি; বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হাসপাতাল। জেনানা হাসপাতাল নামে পরিচিত ছিল সেই সময়।
২২। টাইটেল: Northbrook Hall, [Dacca]
ইন্দো-ইসলামিক স্থাপত্যরীতিতে তৈরী নর্থব্রুক হল (ভারতের ভাইসরয় লর্ড নর্থব্রুকের নামানুসারে); ১৮০০ সালের শেষের দিকে স্থাপিত। এটি টাউন হল হিসেবে ব্যবহৃত হত। নর্থব্রুক হলের ঠিক পিছনেই (ছবিতে বাম পাশে) পরবর্তীতে একই রীতিতে তৈরী জনসন হল (ক্লাব হাউস) দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে নর্থব্রুক হল লাল কুঠি নামে পরিচিত। ছবির পিছনের বাম পাশের মন্দিরটি বর্তমানে বিলুপ্ত।
২৩। টাইটেল: St Thomas's Church, [Dacca]
১৮১৯ সালে স্থাপিত সেণ্ট থমাস চার্চ।
২৪। টাইটেল: Iron Suspension Bridge, [Dacca]
ধোলাই খালের উপর লোহার পুল। Click This Link এখানে ৪ নং ছবিটি দেখুন।
২৫। টাইটেল: Bibi Peri's Tomb, Lal Bagh, [Dacca]
পরী বিবির সমাধি ।
২৬। টাইটেল: Imambara Hosseini Dallan, Dacca
ইমামবারা হোসাইনী দালান। স্থাপনাটি দুই অংশে বিভক্ত: শিরনি হল এবং খুৎবা হল। বারান্দার অংশটি ১৮৯৭ সালের ভূমিকম্পের পরের বছর নবাব আহসানউল্লাহ পুনর্নিমাণের সময় যোগ করেন।
২৭। টাইটেল: Dacca College
ঢাকা কলেজের দৃশ্য; সামনে টেনিস কোর্ট দেখা যাচ্ছে।
২৮। টাইটেল: M[a]drassa, [Dacca]
বর্তমানের কবি নজরুল কলেজ। ১৮৭৪ প্রথমে মোহসীনিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয় মোহসীন ফান্ডের পৃষ্ঠপোষকতায়। পরবর্তীতে ঢাকা মাদ্রাসা নামে পরিচিত হয়। সময়ের পরিক্রমায় মাদ্রাসাটি বিভিন্ন রূপ লাভ করে: ঢাকা উচ্চ মাদ্রাসা (১৯১৫), ঢাকা গভঃ মুসলিম হাই স্কুল (১৯১৬), ইসলামিক ইণ্টারমিডিয়েট কলেজ (১৯২১), গভঃ ইসলামিয়া কলেজ (১৯৬৮) এবং সবশেষে কবি নজরুল কলেজ (১৯৭২)।
২৯। টাইটেল: Lal Bagh, South Gate, [Dacca]
ছবিতে কেল্লার দক্ষিণদিকের ধ্বংশপ্রাপ্ত তিনতলা বিশিষ্ট প্রবেশদ্বার দেখা যাচ্ছে। এই দিকটি বাড়ী-ঘর নির্মানের ফলে এখন আর দৃশ্যমান নয়। লালবাগ কেল্লার অন্যান্য পুরোনো ছবিগুলো এখানে দেখতে পারেন: Click This Link
৩০। টাইটেল: Darrassari Temple, [Dacca]
বুড়িগঙ্গার তীরে ঢাকেশ্বরী মন্দির। মন্দিরটি শহরের অধিষ্ঠাতা দেবীর প্রতি উৎসর্গীকৃত। ধারণা করা হয় মন্দিরটি মুঘল আমলে নির্মিত।
তথ্যসূত্র:
- British Library
- webshots.com
- http://www.skyscrapercity.com
- http://dhakadailyphoto.blogspot.sg
- বাংলাপিডিয়া
- http://www.bangabhaban.gov.bd

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




