গতকালকে বেগম জিয়ার ভাষনের পর সামুতে আইসা দেখি অসংখ্য বিএনপি প্রেমীতে ভইরা গেছে সামু। মনে হইতাছিলো এইটা বিএনপির কোন দলীয় ব্লগ কিনা!! তারা এইবার আম-বামের খোঁয়াড় ছাইড়া বিএনপিরে ভুট দিয়া জিতাই দিতে চাইতেছিল
নির্বিচারে ৭০ এর অধিক মানুষ গুলি কইরা মাইরা, পদ্মা সেতু, হলমার্ক, শেয়ার বাজার, পিলখানা, বিশ্বজিত, সাগর রুনি, সুরঞ্জিত বাবু সহ অসংখ্য কেলেঙ্কারি তাদের হাম্বীয় চোখে পড়ে না। চোখে পড়ে খালি কাঁচা ঘাস।
তারা এখন জামাত রোগে আক্রান্ত। খাইতে গেলে জামাত, হাঁটতে গেলে জামাত, ঘুমের মধ্যে জামাত এবং কি হাগু করতে গেলে ওইখানেও জামাত দেখতে পায়।
এরা তাদের হাম্বীয় চোখে দেখতে পাইসে হরতালের দিয়া নাকি বিএনপি জামাতরে সমর্থন দিছে। কিন্তু এই হরতালটা যে ডাকা হইসে স্বাধীনতার পর বাংলার ইতিহাসে গত কয়েক দিনে ঘটে যাওয়া সর্ববৃহৎ গন হত্যার বিরুদ্ধে সেটা হাম্বাদের হাম্বীয় চোখে পড়ে নাই। কালকে বেগম জিয়া স্পষ্টভাবে বলে দিয়েছেন বিএনপি সবসময় জুদ্ধপরাধীদের বিচারের পক্ষে কিন্তু সে বিচার যেন হয় নিরপেক্ষ ও আন্তজাতিক মানের। যাতে কেও এই বিচার নিয়া প্রশ্ন তুলতে না পারে। কিন্তু নিজেদের দলে রাজাকার পুইষা তারা নিরপেক্ষ ও আন্তজাতিক মানের বিচার করতাছে। বিচার যে নিরপেক্ষ ও আন্তজাতিক মানের হইতাছে স্কাইপ কেলেঙ্কারি আর বিভিন্ন আন্তজাতিক সংস্থার উদ্ধেগ প্রকাশই এর নমুনা। এর পরও যারা বলবে বিএনপি রাজাকারদের সমর্থন করছে তার হাম্বা ছাড়া আর কিছু না।
অনেক বিএনপি প্রেমিক আম-বাম চ্যালা চামুণ্ডা কালকের বেগম জিয়ার ভাষণে বিএনপির মৃত্যু দেইখা ফেলছে।
কিছু দিন আগে ব্লগে একটা লেখায় দেখছিলাম সরওয়ারদী যখন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন কলকাতার আনন্দ বাজার পত্রিকা সব সময় তার সমালোচনা করতো। কিন্তু একদিন এক কর্মকর্তা এসে বলল স্যার আজ আনন্দ বাজার পত্রিকা আপনার সুনাম করে লেখা ছাপিয়েছে তখন সরওয়ারদী সাহেব বললেন তাহলেতো মনে হয় আমি ঠিক জায়গায় নেই
তদ্রুপ আম-বাম চ্যালা চামুণ্ডাদের কান্না দেখে নিশ্চিত হলাম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




