সামহয়ার ব্লগে আমি তিন বছরের অধিক সময় ধরে আছি। আগে শুধু পড়তাম। এখন টুকটাক লেখার চেষ্টা করি।
আমি ঢাকায় আছি ৬/৭ বছর ধরে। এই ৬/৭ বছরে ঢাকার অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে জিনিস পত্রের দাম বেড়েছে। যাইহোক সব চেয়ে বেশী সমস্যা মনেহয় আবাসন সংকট। আমিও এর একজন ভুক্তভুগি।
ব্যাচেলর হলে তো কথাই নেই। ব্যাচেলরকে সব বাড়ীয়ালা ভিনগ্রহীর মত অবিশ্বাস করে। আমি এই জন্যে ফারুকি ভাই বেরাদরদের নাটক(!!) সিনামাকে দায়ী করব। তারা ব্যাচেলরদের এমন ভাবে উপস্থাপন করে যেন ব্যাচেলররা চরিত্রহীন, প্রেম করার জন্য মুখিয়ে থাকে। আর টিভি খুললেই এইসব ছাইপাস দেখে সবারই এই ধারনা।
যাক সবার অনেক সময় নিলাম এবার আমার কথা বলি আমিও এই সমস্যায় আছি। আমার ছোট ভাই একটি প্রাইভেট ইউনিতে বিবিএ পড়ে তার এখনো দুই বছর বাকি। ঢাকায় এসে সেও আমার মত দূর্ভোগের শিকার।
সামুকে আমি পরিবারের মত চিন্তা করি তাই আপনাদের আছে বললাম।
আমি আর আমার ভাই একটা ছোট বাসা ভাড়া নিতে চাই। দেশের বাড়ি থেকে বাবা মা মাঝেমাঝে আসে। আমি এক মাষ্টার্স পাস বেকার। বাবা দিকে তাকিয়ে খারাপ লাগে। ছোট ভাইকে প্রাইভেটে পড়াতে নিষেধ করিনি এত কষ্ট স্বত্তেও কারন আমি নিজেও প্রাইভেটে পড়েছি তাকে বঞ্চিত করতে পারিনা। টুকটাক টিঊশনি করি। চাকরি খুজতেছি।
একটা এক রুমের বা দুই রুমের বাসার সন্ধান দিতে পারবেন কেউ??
আমি স্মোকিং করিনা।
আড্ডা পছন্দ করিনা।
ছোট ভাই যেহেতু থাকে তাই কোন মেয়ে বান্ধবিও বাসায় এলাউ না।
মোট কথা ফ্যামিলির মত থাকব। ব্লগের কেউ কি তাদের আত্মীয়, বন্ধু বান্ধব বা কোন পরিচিত এর মাধ্যমে একটা বাসা যোগার করে দিতে পারবেন?? আমার ভাইয়ের ইউনি ধানমন্ডি ২৭ এ তাই প্রথম পছন্দ মোহাম্মদপুর, টাউনহল, শংকর এদিকেই।
বাসাভাড়া ১-৫ তারিখের মধ্যেই পরিশোধ করব এব্যপারে নিশ্চত থাকতে পারেন। সবচেয়ে বড় কথা ছোট ভাইটাকে ম্যাচ লাইফের ডার্ক পলিটিক্সের মুখোমুখি করতে চাই না। দেশের বাসা থেকে যেহেতু মাঝে মাঝে বাবা, মা আসে তাই একটা বাসা দরকার।
প্লিজ আমাকে সহায়তা করুন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



