বই পুস্তকে কিছু গৎবাঁধা গ্রামীণ খেলার কথা লেখা থাকে। এর বাইরেও অনেক খেলা আছে যা নিয়ে কাটিয়েছি ছোটবেলার অনেক দিন। আমি এই খেলাগুলোর কথা কোন বইতে পড়িনি। কিন্তু মোটামুটি সব জায়গাতেই খেলতে দেখেছি। যারা গ্রামে বড় হয়েছেন তারা হয়তো এই খেলাগুলো খেলেছেন।
গুলি খেলা:
মার্বেলকে আমরা গুলি নামেই ডাকতাম। গুলির মত দেখতে বলেই হয়তো এই নাম। যদিও আমি বেলুন ফোটানোর গুলি ছাড়া অন্য গুলি কখনো দেখিনি। এই এক গুলি দিয়েই খেলেছি অনেক খেলা।
সমান এবং বিস্তৃত উঠোনের মাঝখানে একটা গর্ত করে খেলা হতো এই খেলা। গর্তটা হতো ছোট কিন্তু মসৃণ। কতজন মিলে খেলবে তার কোন হিসাব নেই। তবে সংখ্যাটি ৫-৬ জনের বেশি হলে খেলা জমতো না। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে মাটি গড়িয়ে গুলি মারা হতো গর্ত লক্ষ করে। যার গুলি গর্তের সব চেয়ে কাছে থাকবে সে প্রথম। এভাবে খেলা শুরু হতো। প্রথম জন গুলি গর্তে ফেলার চেষ্টা করা দিয়ে খেলা শুরু হতো। প্রত্যেককেই গুলি অন্তত একবার গর্তে ফেলতে হতো তার খেলা শুরু করার জন্য। গর্তে গুলি পড়লে সে আরেকবার সুযোগ পেত অন্য কারো গুলিতে তার গুলি লাগাতে। প্রতিবার গর্তে গুলি ফেলতে পারলে ১ আর প্রতিবার অন্যের গুলিতে লাগাতে পারলে ১ পয়েন্ট। পৃতিবার পয়েন্ট পাবার পর সে আরেকবার সুযোগ পেত আরো পয়েন্ট অর্জনের। এভাবে আগে থেকে নির্দিষ্ট করা পয়েন্ট অর্জন করতে হতো প্রথম হবার জন্য। কখনো কোন পয়েন্ট অর্জন করতে না পারলে দ্বিতীয় জন একই সুয়োগ পাবে। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে খেলা। গুলি ছুঁড়ে মারার কায়দা ছিল অদ্ভুদ। গুলির অবস্থান যেখানে সেখান থেকে কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুল প্রসারিত করে যত দূর যায় সর্বোচ্চ ততদূর এগিয়ে বৃদ্ধাঙ্গুলটা মাটিতে ভর করে বাকি চারটি আঙ্গুলের যেকোন একটি আঙ্গুল দিয়ে গুলি ছুঁড়ে মারা হতো গর্তের দিকে বা অ্ন্য গুলির দিকে। কখনো মৃদুভাবে আবার কখনো শা শা করে মারা হতো। তবে সবার টার্গেট থাকতো গর্তের আশেপাশে থাকার। তাই অন্য গুলি গুলোকে সুযোগ পেলেই যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করা হতো। যখন গুলি দিয়ে অন্য গুলিতে মারা হতো তখন ব্যাপারটা খুব মজার হতো। শা শা করে গুলি চলে যেত অনেক দূরে। তবে শেষ পয়েন্টটা অর্জন করতে হলে তাকে গুলি গর্তে ফেলার পরিবরর্তে অন্যের গুলিতে লাগাতে হতো। এ খেলাতেও দেখেছি অনেক টেকনিক আর বুদ্ধিমত্তা প্রয়োগের। স্কুল বন্ধ থাকলে অথবা স্কুল থেকে ফিরে এই খেলায় মজে থাকতাম।
২. গুলি দিয়ে আরেকটি খেলা খেলতাম। সেটা্ও অনেক মজার। মাটিতে একটি লম্বা দাগ দিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে কিছু গুলি ছুঁড়ে মারা হতো। বিপক্ষ দলের খেলোয়াড় একটি গুলি নির্দিষ্ট করে দিয়ে বলতো হয় এটা অথবা এটা বাদে অন্য যে কোন গুলিতে তার গুলি লাগাতে। তবে সে কোন ভাবেই একাধিক গুলিতে অথবা অন্য কোন গুলিতে লাগাতে পারবে না। ঠিক ভাবে লাগাতে পারলে সব ছুঁড়ে মারা সব গুলি তার। আর না পারলে দ্বিতীয় জন একই সুয়োগ নিবে। এভাবে চলতে থাকে খেলা। তবে এই খেলয় অনেক গুলির প্রয়োজন হয়। কারণ খেলাটা অনেকটা জুয়া খেলার মতো। প্রতি দানেই কেউ না কেউ হারতো। গুলি দিয়ে আরো কিছু খেলা আমরা খেলতাম। তবে এই দুটিই বেশি খেলতাম।
আপনাদের কারো সাথে কি মিলে যায়?
পরের পর্বে সিগারেটের প্যাকেট (তাস) নিয়ে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




