সামহোয়্যারইন খোলা কিছুক্ষণ পরেই দেখি কম্পিউটারে সেমিনার বাজে। অথচ কোন প্লেয়ার চালু নেই। বার বার চেক করে দেখি একই অবস্থা।
ভালো করে খেয়াল করে দেখি ডানদিকের কম্পিউটার জগতের বিজ্ঞাপনটিই সমস্যার মূল কারণ।
এটি অটো প্লে হচ্ছে। আমি কয়েকবার খেয়াল করে দেখেছি। কোন প্রকার ক্লিক বা কমান্ড না দেয়া হলেও তা চলছে. পরে বন্ধ করে দিলে অবশ্য বন্ধ হয়।
আপনারাও কি কেউ এমন সমস্যায় পড়ছেন? সমস্যা যদি আমার ব্রাউজারে হয় তাহলে এর সমাধান কি? অন্য কোন সাইটের কোন কন্টেন্টতো অটো প্লে হয় না। লিমিটেড ডাটা ইউজ করে নেট ব্যবহার করি। এরকম হলে ১ দিনেই শেষ হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




