২০০৮ সালের কথা, CSE তে ভর্তি হয়েছি। নতুন অনেক ফ্রেন্ড একেক জন একেক জায়গার থেকে অাসছে সবার মানসিকতা এক রকম না। কলেজেও এমন ছিল কিন্তু এখন দেখলাম ডাইভার্সিটি অনেক বেশী। যাই হোক অামাদের ক্লাসের এক ছেলে ছিল তার গ্রামের বাড়ী রাজশাহী, সংগত কারনেই তার নাম প্রকাশ করতে চাচ্ছি না। তখন মনে হত ঢাকার পরিবেশে সে এডাপ্ট করার জন্য স্ট্রাগাল করছে। অামার প্রথম ক্লাসে সে অামার পাশে বসে ছিল সেই সুবাদে অামার সাথে তার তখন ভালই কথা বার্তা হত। অামি খেয়াল করলাম ছেলেটার কিছু সমস্যা অাছে, যেমন মেয়ে দেখলে হা করে থাকিয়ে থাকে, কোথায় তাকায় সেটা অার বল্লাম না। এবং মেয়েদের দেখলে কমেন্টসও করে। অামি দেখি তাকে ২-১ বার মানাও করেলাম এই বলে ভেবে দেখ তুমি যখন এই গুলো বল মেয়েটার কেমন লাগে? কিন্তু দেখি তার মধ্যে কোন চেঞ্জ নাই, অামার সামনে করে না কিন্তু সে কমেন্ট করা থামাচ্ছে না। অামি মনে মনে ভাবলাম শালারে একটা শিক্ষা দিতে হবে, যেই ভাবা সেই কাজ। অামার পুরান ঢাকার এক বন্ধু নাম তমাল তার সাথে পরামর্শ করে ওকে ফিটিং দিয়ে নিয়ে অসলাম ধরি অামার ইভটিজার বন্ধুটার নাম 'ফ', অামি অার ফ, এক সাথে যাচ্ছিলাম তমাল ফ কে ডাক দিল
তমাল : এই ছেলে এদিকে অাস।
ফ : জ্বী ভাই।
তমাল : তোমার নাম ফ?
ফ : জ্বী ভাই।
তমাল : অামি তোমাকে কয়েকদিন ধরে খেয়াল করছি।
ফ : কেন ভাই?
তমাল : অামার রিসেন্টলি গার্ল ফ্রেন্ডের সাথে ব্রেক অাপ হয়েছে। এখন অামি অার মেয়েদের কে বিশ্বাস করতে পারছি না। তোমাকে অামার পছন্দ হয়েছে।
ফ : এই সব কি বলেন ভাই।
তমাল : হ্যা এই জন্যই তোমাকে কয়েক দিন ধরে খেয়াল করছি। কেন অামাকে কি তোমার পছন্দ হয় নাই।
ফ : ভাই অাপনে এইগুলা কি বলতেছেন? অামি তো কিছুই বুঝতেছি না।
তমাল : দেখ অামাকে তো না পছন্দ হওয়ার কিছু নাই। অামার াছার কালার ফর্সা তোমার পছন্দ হবে।
(অামার ক্লাসমেট অসহায়ের মত তাকাচ্ছে কারন তমালের সাথে অারো পোলাপান অাছে।)
ফ : ভাই অাপনে এই গুলে কি বলেন?
তমাল : তোমার কাছে অামি কিছু গোপন করবো না। অামার একটাই
সমস্যা অামি একটু বেশী পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু অামি তোমাকে করার অাগে তুমি ভাল করে হেগে নিবে, না হলে গু ভরে যাবে।
ফ : ভাই অাপনার মাথা ঠিক নাই।
তমাল : না না না, তুমি অামাকে ভুল বুঝতেছো। তুমি করার অাগে অামিও হেগে নিব।
(ফ পুরা চুপ)
তমাল : দেখ অামার টাকা পয়সার কোন সমস্যা নাই, অামি অামার গার্লফ্রেন্ডকে যে টাকা পয়সা দিতাম বা গিফট দিতাম সেই গুলো তোমাকে দিব। নাও তুমি এখনি কিছু টাকা রাখ।
(বলে ২০০ টাকা বের করল।)
ফ : ভাই অপনার মাথা পুরা খারাপ হয়ে গেছে অামি ওই টাইপের না।
তমাল : কেন রে ভাই সমকামীরা কি মানুষ না? তুমি অামাকে ঠিক মত চিন না এই জন্য তুমি এমন করতেছো। অামাকে যখন ভালভাবে চিনবা তখন অার এমন মনে হবে না। এক কাজ কর, তুমি অামাকে তোমার ফোন নাম্বার টা দাও, অাজকে রাতে কথা বল্লাম। পরে তুমি যদি রাজি হও তখন না হয় অামরা ফোন ___ করলাম।
পরের বর্ননা অারো নোংরা, অামি বর্ননা করে অামার অাইডি টা ব্যান করাতে চাই না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




