চোখ দু'টো বড্ড বেশী অবাধ্য।
মনের ভেতরের লুকায়িত বাসনা
শুষে নেয় চোখ।
প্রাচীন যুগকে ডিঙিয়ে
পশুর মতো সঙ্গমে লিপ্ত হতে
আনচান করে মন।
ঠোঁটের ওপর ঠোঁট স্থাপন করে
গভীরের আস্বাদন পেতে চায় দেহ।
প্রোথিত করে দিতে চায় আরও ভেতরে
দণ্ডায়মান মাংসপিণ্ড।
বয়সের বাঁধ উপেক্ষা করে
ফিরে পেতে চায় নিষিদ্ধ সুখ।
নুইয়ে পড়া নিস্তেজ মাংসটা
এখনো ভোগ করতে চায়।
এখনো তার ভেতর খেলা করে
ভয়ানক উত্তাপ।
নির্লজ্জ চোখ এখনো খুঁজে বেড়ায়
কোমল শরীর, কোমল শরীর।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




