আজ গোধূলী লগ্নে দেখি আকাশের মন ভার
কাঁদছে আকাশ,কাঁদছো তুমি
বলোনা কি দোষ ছিল আমার....?
আজি অঝোর শ্রাবন ধরায়
ভিজছে নগ্ন বালক-যুবা,তরু,পাখি
এসো দু'জন বৃষ্টিতে ভিজি,মুছো তোমার আঁখি।
কি গো... আর কতক্ষন এমনি নীরব রবে
সত্যি বলছি হবে না আর ভুল
সাজো না একটু, লাগছে না ভালো ঐ এলোমেলো চুল।
সরি সরি অনেক সরি ভুল হবে না আর
বললাম তো আর হবে না, একটু হাসো এবার
তুমি ই তো আমার সব,আমার সংসার।
এমন বাদলা দিনে করবে না গো রাগ
ভুলে গেছো, যে দিয়েছিলে কথা..?
মানলাম আমি তোমার মনে দিয়েছি আজ ব্যাথা।
আমিও কি পাই না ব্যাথা যদি তুমি কাঁদো..?
তোমার বাহুডোরে বাঁধো........
এসো যাই ছাদে,বারিধারায় সি্ক্ত করি কায়া
তোমায় নিয়েই আমার সব ভালোবাসা-মায়া।
যেখানেই যাই,যাই করি তবু তোমাতেই ফিরে আসি
ভালোবাসি ওগো ভীষন ভালোবাসি..............
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




