সেই যে কবে হলো কথা এখন আর মনে আসছে না.......
কোথায় থাকেন আপনি এখন, নেই কোন খোঁজ.....??
দেশ ছাড়ার আগে কত খুঁজেছি আপনায়,অলি-গলি,ক্যাফে,ক্যাম্পাসে রোজ।
কি হাল হয়েছে আপনার, শুকিয়ে কাঠ,আপনি শ্রাবন তো.... নাকি???
আমি এখনো বুঝতে পারছি না আপনি সত্যি তো নাকি আমার চোখের ফাঁকি....
কি ব্যাপার ভাই, এতো কিছু বলছি আপনাকে, জবাব দিচ্ছেন না কেন .?
আগে তো ছিলেন সুস্থ মানুষ,এখন একটা বোবা-কালা যেনো....
কি হলো আপনার,বলুন তো শুনি,আমায় চিনতে পারছেনা বুঝি....?
অনেক দিন হলো,না চেনাই স্বাভাবিক, আমি "মেঘ"এর বান্ধবী রোজী।
এখনও বুঝি পড়ছেনা মনে, কি কপাল আমার ধূর ছাই
আগে তো দেখলেই জিজ্ঞাস করতেন "একা কেন,মেঘ আজ আসে নাই"???
আসুন না গিয়ে বসি ঐ কৃষ্ণচূড়ার ছায়ায়,কত স্মৃতি এই গাছের তলে
কত কথা, মান-অভিমান মনে পড়ে না ভাই..?আচ্ছা,ঐ ঝুপড়ীর চা দোকানটা কি এখনও চলে?
এখনও কি সিগারেট ফুঁকেন আগের মত রোজ....? “মেঘ” এর কত আভিযোগ
বলতো রোজই আমায় “খাক না এখন,ঠিক করবো সব-ই,আসুক আমার সুযোগ”
মনে আছে প্রথম যে দিন বলেছিলেন কথা “মেঘ”র সাথে..??আমরা তো হেসে শেষ...
সত্যি বলছি আজকে আপনায়....কথাভঙ্গি,আবদার গুলো ছিল বেশ
অনেক কিছু বললাম আমি এবার আপনি কিছু শুধান, “মেঘ” আছেন কই...??
আমি অধম বান্ধবী তার,নিতে পারিনি কোন খোঁজ, কেমন কোথায় আছে আমার সই?
ভাবছি কালই বাসায় যাবো ওর,আপনিও চলেন না ভাই.................?
আবার বসাবো অড্ডা-গান,গল্প-কথা, মেঘ কে ঘরে নিবেন কবে,জবাবটা এখনই চাই
একি শ্রাবন ভাই....!!! কি হলো আপনার...?? অশ্রু কেন চোখে..??
মাফ করবেন ভাই কষ্ট দিলে, কান্না কেন, সুখে না দুখে.........??
.................................................................
শোন রোজী...........তোমার কোথাও ভুল হয়নি কোথাও, আমিই শ্রাবণ
ভাবিনা আমিও, আবার হবে দেখা । অনেক কথা বলবো তোমায়, ভেবে ভালো লাগছে ভীষন
কত দিন চেয়েছি বলতে খুঁজে পাই নি কাউকে,আজ অনেক খুশী আমার
বলবো তোমায় অনেক কথা, বুকে থেকে নামাবো পাহাড়সম ভার।
গিয়েছো বিদেশ, শুনেছি আমি অনেক পরে।আমার অনেক ভালো হতো যদি থাকতা তুমি দেশে
কত কষ্ট দিয়েছে মেঘ’কে আমি,পুড়েছি নিজেও অব্যক্ত ভাষার অগ্নি শ্বাস-প্রশ্বাসে
এতো ভালোবাসা, মায়ায় জড়িয়েছি তার সাথে নিজকে আমি, কি করে তোমায় বুঝাই
এই যে দেখছো তুমি আমায়, সত্যি বলছি ওকে হারিয়ে আমাতে আমি আর নাই।
তুমি হয়তো অবাক হচ্ছো,কি বলছি আমি? এমন কেন হলো? দোষ ছিল কার? কত প্রশ্ন মনে তোমার....
তোমায় আমি পেলাম আর্শীবাদ স্বরূপ, আজি সব বলবো তোমায় সান্তনা দিবো মনকে আমার
হবে কি তোমার সময়.............??? চলো বসি ঐ টেবিলের কোনে
হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা, আবার দেখা হবে অন্য কোন জনমে।
ভেবছো বুঝি কি সব বলছি এসব, আবোল-তাবোল প্রলাপ
অনেক সময় অনেক কিছু বলেছি মনে করো না কিছু, করে দিও সব মাফ
কাল যাবে তো মেঘের বাসায়, শুনবে অনেক কথা, জানবেও অনেক কিছু হয়তো শুনবে আমার অনেক দোষ
আমার সাথে দেখার কথা বলোনা তাকে, শুধু শুনে যাও এইটুকু অনেক কষ্টে নিজের সাথে করেছি আপোষ।
যাকে সত্যিই ভালোবাসি হৃদয় দিয়ে তার কি ক্ষতি করা যায় বলো.....? সে তো আছে পুরো হৃদয়টা জুড়ে
মেঘ আজ এই ইট কাঠের জঙ্গলেই পেতেছে সংসার, জানি না কেমন আছে সে তার ঘরে...................
বিশ্বাস করো তাকে নিয়ে হয়তো বাঁধতে পারতাম, অনেক সুখের ঘর
তাঁকে যে কতো ভালোবাসি, তাই পারিনি হতে এতটুকু স্বার্থপর...........
অনেক ভেবেছি বলবো তাঁকে, কেমন করে বলবো তাই ভাবতাম আমি রাত্রি-দিবা-সাঁঝে
কখনোই কি ভেবেছি আমি, যোজন যোজন দূরত্ব হবে তার আমার মাঝে......??
কত কষ্টে দূরে ঠেলে দিয়েছি তাকে, নিজেও একটু একটু করে হারিয়েছি কষ্টের অতলে
আমার অভিশপ্ত জীবনের সাথে জড়াতে চাইনি তাকে, আমারই কোন আবেগী ভুলে।
শুনেছি সে আছে ভালোই, ভালোটা কেমন তাও যে আমার জানা আছে
একটু একটু ঘৃণায় ভরিয়েছি তার বুক, যাতে নতুন সংসারে আমার স্মৃতি না ঘুরে তার পাছে
অতীত কে ভুলে যায় যেনো সে, ভুল করে যদি পড়ে মনে তার
অকপটেই যেনো বলতে পারে সে, ওটা ছিল ক্ষণিকের ভালো লাগা, আবেগী ভুলে ভরা অতীত আমার।
জানো রোজী............. কত কষ্ট এই হাড়-চামড়ার প্রলেপের ভিতর আমার
এখনও সে শুধুই আমার, রোজ তাকে নিয়েই ভাঙ্গি-গড়ি আমার স্বপ্নের সংসার।
কত স্বপ্ন ছিল আমার, খুব বেশী কিছু তো চাই নি আমি.... ও প্রভু কি দোষ ছিল আমার
প্রতিনিয়তই যে আমি যাচ্ছি এগিয়ে, সামনে তিমির অন্ধকার
মেঘ জানে না কিছুই, শুধু এক রাশ ঘৃণা আমার প্রতি তার
শুনে রাখো তুমি, এ আমার ব্যার্থতা নয়, আমার বিশ্বাস, ভালোবাসা আর ত্যাগের অহংকার।
আমার বক্ষে মৃত্যু আমায় শাসায়, প্রতিনিয়তই আলিঙ্গের আশায়
এক পাশে মৃত্যু তবুও মেঘকে আজও লালন করছি অপার ভালোবাসায়।
ও জানেনা কিছুই, আর বেশী থাকবো না তোমাদের এই রঙ্গীন ধরনীতে, হয়তো রবে কিছু স্মৃতি
আমার প্রতি রক্ত অণুতে মিশে গেছে মরণ ব্যাধি, অনুরোধ তোমার প্রতি.................
ও আমায় ভুল বুঝে যাবে চির জীবন, তুমি তো জানলা এখন
আমায় আমি পর করে তাঁকে করেছি আমার আপন
যখন আমি থাকবো না, থাকবেনা কোন কিছুর প্রতিই আমার অধিকার
তুমি বন্ধু রাখো আমার এই ক্ষুদ্র আবদার...................
অচীন দেশে যখন আমি ঘুমাবো বহু ক্লান্তির পর
এপিটাফে তুমি লিখে দিও আমার আসুক যতই ঝড়
“এথায় আছে মেঘের শ্রাবণ, অপেক্ষায় নীরব
শুধু ভালোবেসে যে বিলিয়ে দিল, সুখ-দুঃখ সব।
সত্য ভালোবাসা চায় না প্রতিদান, মরে নাকো সে কভু
ভালোবাসায় এই জগত চলে, আমায় ক্ষমা করো প্রভূ”
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




