সেই কবে মোরগের ডাকে ঘুম পালিয়েছিলো মনে নেই
খালি পায়ে ঘাসের উপর শিশির ভাঙ্গার অনুভূতি
শেষ কবে আস্বাদন করেছিলাম তাও ভুলে গেছি।
ঝম ঝম বৃষ্টির শব্দ কানে আর বাজে না এখন
সবুজ ধানের ক্ষেতের পাশে কিংবা হলদে সরিষার মাঠ
ডিঙ্গানোর স্মৃতি আজ রূপকথাই মনে হয়।
বাগানে গাছের মগডালে বাঁদুড় ঝোলা
খাল,পুকুরে কাঁদা সিক্ত হয়ে মাছ শিকার
খাঁ খাঁ রোদেলা দুপুরে উদোম গায়ে পুকুরে এপাড় ওপাড়
আমি ভুলে গেছি সব................
এই আমি-ই কি সেই আমি?
জীবনের নিয়মেই আজো ঘুম ভাঙ্গে রোজ প্রভাতে
মোরগের কন্ঠ ছাপিয়ে গর্জে উঠে মোবাইল কিংবা ঘড়ির কর্কশ এ্যালার্ম
চোখ খুলে কংক্রিটের আকাশটাকে দেখি
যদি ইট-সিমেন্টের দাবানগুলোকে ফাঁকি দিয়ে সূর্য্যদেবী আসে আমার ঘরে
আমি তুষ্ট হয়ে যাই, আহ!কি পরম সৌভাগ্য আমার।
ছকে বাঁধা রোবটিক জীবন আজ
ছুটে যাই রাজপথে রোজ, লাখো মানুষের ভীড়ে মিশে যাই
স্বপ্ন সুখকে নিজের নববধূ করে আনার অন্তিম চেষ্টায়।
দিন গিয়ে রাত আসে সব আঁধারে মিলায়
চেষ্টার নোনা ঘামে ভিজে ভিজে জীবন ক্ষয়ে যায়
স্বপ্নবধূ অজানা পিতার ঘরেই থেকে যায়
বধূর স্বপ্নে দু’নয়নে আমার নিদ্রা খেলে যায়।
মনে পড়ে যায় সেই সুদূরে রেখে আসা গ্রাম্য বধূর কথা
কতো ভালোবাসা দিয়েছিলো আমায় পরম মমতায়
আশা-নিরাশায় আজ যাপিত জীবন আমার
এই যান্ত্রিক নগরায়ণের বদ্ধ খাঁচায়
মুক্তি খুঁজি মুক্তি......... মেলে না উপায়
কর্পূরের মতো কার্বন-ডাই অক্সাইডের মাঝে স্বপ্ন হারিয়ে যায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




