ঋতুচক্রে পৃথিবী ঘুরপাক খায়,
সময়গুলি কোথায় হারিয়ে যায়!
হারিয়ে যায় কিছু কথা,
মুছে যায় কিছু দুঃখ ব্যথা,
ফুরিয়ে যায় কিছু শুখের কল্পনা,
মনের মাঝে দেয়না আর আল্পনা।
কিছু কথা, কিছু ব্যথা, অমর হয়ে রয়,
সে যে স্মৃতি তাকে ভোলার নেই কোন ভয়।
হোকনা সে এক মিষ্টি মধুর দিন,
যেদিন বেজেছিল শুখের কল্যাণী বিন।
কিংবা যখন কেঁদেছিলাম, কাঁদার মত কাঁদা,
স্বপ্ন পূরণ হয়নি, দুঃখ দিয়েছে বাঁধা।
পাশাপাশি বসে মিষ্টি শরে বলেছিল কেউ কথা,
আনন্দ আর হাসির পেছনে লুকিয়ে ছিল যার ব্যথা।
এই হলো মোর জীবনের আনন্দ-দুঃখ গড়া কিছু স্মৃতি,
জানি হারিয়েছে সব, সেও হারাবে!
যেদিন হবে এই জীবনের ইতি।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





