পড়ন্ত বিকাল আমার কাছে অনেক কিছু
কখনও মনে হয় সময় ফুরাবে না
কখনও মনে হয় কিভাবে ফুরাবে এই সময়
কখনও ভাবি এইভাবে হয়তো একটি দিন আসবে
রোদেলা দুপুর ফুরাবে বিকালের মাথায়
বিকালের সময় ফুরালে দিনের পরিসমাপ্তি ঘটে
আমার সকালে শুনতে পাই পাখির কিচির মিচির শব্দ
দুপুর ঘটিকায় খালি রোদে ছেয়ে যায় পৃথিবী
কিন্তু সন্ধ্যা কেন বিকালের মাথায় আসে??
সবাই কবিতা লেখে দেখি, আমিও চেষ্টা করলাম (আম্মাআআ) যদিও এটা কবিতা না
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






