অনেকদিন পর কালকে ৬জন ফ্রেন্ড একসাথে আড্ডা দিতে বসলাম চায়ের এক দোকানে। বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে...তখন আমাদের পাইওনিয়ার গ্রুপের এক ছেলে ক বলল, সে ভেবেছিল সে ই ক্লাসে বিয়ের ব্যাপারে পাইওনিয়ার ( সেকেন্ডইয়ারে বিয়ে করেছিল) চার বছর পর তার ভুল ভেঙ্গেছে! সে না আরেকজন খ যে উপস্থিত ছিল সে ফার্স্ট ইয়ারে বিয়ে করেছে। ৪বছর পর প্রকাশ হয়েছে তার বিয়ের কথা ...এতদিন ক ধোকায় ছিল...সে পাইওনিয়ার। আড্ডায় আরেক ফ্রেন্ড গ ও উপস্থিত ছিল। গ এর স্বভাব সে সবকিছুতেই নিজের কন্ট্রিবিউশান দাবী করতে ভালবাসে, পরীক্ষা পিছালে তার অবদান, পরীক্ষার প্রশ্ন ফাস হলেও তার অবদান....। এইবার গ দাবী করলো, সে খ কে ঐ মেয়ের নাম্বার জোগাড় করে দিয়েছিল কাজেই তার খ এর বিয়েতেও তার কন্ট্রিবিউশান আছে...
আমরা তখন ফার্স্ট ইয়ারে ফার্মেসীর এক ছেলে আমার বান্ধবীকে নাকি তার আন্টির মত লাগে বলে বলল, আচ্ছা আপু আমি কি তোমাকে আন্টি ডাকতে পারি? বান্ধবী এর উত্তর না কি বলতে পারে? সে বিরক্ত হলেও বলল, আচ্ছা। এরপর আমরা যেখানেই ওই আংকেল সেখানেই....ক্যাফেতে, ভার্সিটির বাসে, সেন্ট্রাল লাইব্রেরীতে, এমন কি রাস্তা দিয়ে যদি রিক্সা করে যাচ্ছি আর আংকেল পাশের রিক্সায় দেখলেই ডাক, আন্টি আন্টি....
বিরক্ত হয়ে আমরা ২জন ওই আংকেল কে দেখলেই অন্যপথে হাটা ধরতাম। একসময় আংকেল ব্যাপারটা ধরতে পারলেন....চরম রেগে গেলেন। একদিন ক্যাফেতে ধরলো, শোনো তোমাকে আমি আন্টি ডাকি ওভাবেই দেখি...তুমি আমাকে এ্যাভয়েড করো কেন.....এরপর আরো কিছু কথা...বান্ধবী আমার রাগী সে ক্ষেপে গেল। ঐ আংকেলের খাতিরের লোক ছিল আমাদের এক ফ্রেন্ড যার মাধ্যমে আমরা ঐ আংকেলের সাথে পরিচিত হয়েছিলাম। তাকে সমানে ঝাড়লো বান্ধবী। সে আংকেলকে ঝাড়লো, এরপর আংকেল স্যরি বলতে সালিশ ডাকতে চাইলো। বান্ধবী আর কথা বাড়ায় নাই
আমাদের এক ফ্রেন্ড আছে লুল হিসেবে তার বিশেষ খ্যাতি। সে কোনদিন কোন মেয়েকে না বলেনি। কোন মেয়ে যদি তাকে বলেছে পানি খাবো তো সে ২লিটারের কোক এনে হাজির করেছে। সে কিছুদিন আগে মার্কেটে এক মেয়েকে দেখে বলল, আপনাকে একটা কথা বলি প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা বলল, না ঠিকাছে। সে বলল, আপনি না হুবুহু আমার বউয়ের মত। আমার মোবাইলের ওয়ালপেপারে তার ছবি সবসময় তার ছবি লাগিয়ে রাখি। আজকে ভুলে মোবাইলটা বাসায় রেখে এসেছি নয়তো আপনাকে প্রমাণ করে দেখাতাম। মেয়েটা কিছু একটা বলতে যাচ্ছিল এমন সময় ঐ ফ্রেন্ডের ফোন বেজে উঠল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



