নায়গ্রা ফলস্ ইউ এস এ আর কানাডার মাঝামাঝি হওয়াতে দুই দেশ থেকে এর সৌন্দর্য দেখা যায়। তবে কানাডার দিক থেকে অনেক বেশী সুন্দর। নিউইয়র্ক থেকে কানাডা বাসে যেতে সময় লাগে ১০ ঘন্টার মত ।
বাফেলো স্টেট পার হলেই কানাডা বর্ডার , নিউইয়র্ক থেকে রাতে রওয়ানা হয়ে পরদিন সকালে টরেন্টো। সেখানে সি এন টাওয়ার দেখে পরদিন নায়গ্রা ফলস্ দেখতে গেলাম। আসলে এবার ঈদ করতে ওখানে যাওয়া । ঈদের আগের দিন সকাল বেলাতে বের হলাম নায়গ্রা ফলস্ দেখতে গো ট্রেন এর টিকেট কেটে প্রথমে ট্রেন পরে বাস। ৪ ঘন্টার যাত্রা টরেন্টো থেকে । ওখানে পৌছে হাটা পথে ২৫ মিনিট লাগে ফলস্ এ পৌছাতে। অনেক লম্বা পথ হাটতে হয় পুরা ফলস্ এর সৌন্দর্য দেখার জন্য। পুরা ফলস্ দেখতে সময় লাগবে ২ ঘন্টা আর সাথে বোটের ভ্রমন করলে আরও ১ ঘন্টা । তবে বোটে উঠা উচিত, বোট অনেক দুর নিয়ে যায় যেখানে উপর থেকে অঝোর ধারাতে পানি পড়ছে । আর পানি এত জোরে পড়ে মনে হয় ওখানে মেঘের সৃষ্টি হচ্ছে । এ এক অসাধারন দৃশ্য। এর জন্যে পুরো এলাকাতে মনে হয় হালকা বৃস্টি ।

ফলস্ এর সৌন্দর্য দেখার জন্য দর্শনার্থীদের ভীড়।
















সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



