রাসুল হলেন আল্লাহু প্রেরিত বার্তাবাহক ব্যক্তিত্ব। রাসূল বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা আল্লাহুর কাছ থেকে কিতাব বা পুস্তক প্রাপ্ত হয়েছেন। হাদিস সহ অন্যান্য ইসলামী বইয়ে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথাও বলা হয়েছে। তবে তাদের মাঝে সকলে কিতাব প্রাপ্ত হননি। যারা কিতাব প্রাপ্ত হয়েছেন তারাই শুধু রাসূলের খেতাব পেয়েছেন।এক কথায় আমাদের মনে রাখতে হবে সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নয়। কোরআন অনুযায়ী আল্লাহু পৃথিবীতে মানবজাতির আগমন শুরু অর্থাৎ হযরত আদম (আঃ) থেকে শুরু করে মানবজাতির নিকট বহু নবী রাসুল,’আনবিয়া, একবচন নাবী প্রেরণ করেছেন।
তাদের মধ্যে পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে ।আর পবিত্র কুরআনে তাদের মধ্যে চার জনকে রাসূল হিসাবে উল্লেখ করা হয়েছে ।
হযরত দাউদ (আঃ),
হযরত মুসা (আঃ) ,
হযরত ঈসা (আঃ),
হযরত মুহাম্মাদ (সঃ)।
আর সকল নবী ও রাসূলের মাঝে শ্রেষ্ঠ রাসূল এবং শেষ নবী হলেন হযরত মুহাম্মদ (সাঃ) ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




