বাংলাদেশে আমরা আনেকবার হত্যা ও কু এর মত নোংরা ক্ষমতা দখলের প্রকৃয়া দেখেছি।
শাহবাগ এর ক্ষেএেও তা পরিলক্ষিত হচ্ছে একেবারে ১ম দিন থেকে।তথাকথিত বুদ্দজীবিরা এর প্রথম ধাপে ব্যারথ হয়ে নতুন উপায় এই আন্দলকে অন্যখাতে প্রবাহিত করার জন্য রাজনৈতক প্রভুদের আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে।
ঢাকা সহ বিভিন্ণ স্হানে যে সমাবেশ হচ্ছে তা কিন্তু মূন ধারা থেকে ও বিচ্ছিন্ন।ঐ সমস্হ সমাবেশে যে সমস্ত ব্যাক্তি ও আয়োজন দেখা যাচ্ছে তাতেই সন্দেহের আর কোন আবকাশ থাকে না।
সব ব্যারথ হয়ে সুবিধাবাদিদের হাতাশার প্রতিফলন গতকাল লাকি আক্তারের উপর হামলা।
যদি শাহবাগ এর আন্দলন থেকে ৩য় শক্তির উত্থান না হয় তা হলে আবার আমরা আন্ধারের দিকেই ধাবিত হব, সেই সামরিক শাষন বা সুবিধাভোগী রাজনৈতিক কু প্রথাকেই আমাদের মেনে নিতে হবে।
তাই বলতে চাই আবার
দিন বদলের গল্প শুনি
দিন বদলের কথা শুনি
আনেক ই হয়েছে বদল,
করে নিল যে যার মতন
যুদ্ধ অপরাধী-রাজাকার
মিলে মিশে একাকার
দিন বদলের কথা বলে
যারা তাদের সুযোগ দিল
তাদের বিচার কবে হবে
আস্তা রাখা কঠিন এখন
আঃলীগ বা বিএনপি র উপর
৩য় শক্তি তরুন সমাজ
বিদায় করবে সব রাজাকার
ক্ষমতায় যাবার হাতিয়ার
যুদ্ধ অপরাধী-রাজাকার
আর মানি না পালা বদল
আঃলীগ বা বিএনপি
৩য় শক্তি তরুন সমাজ
নেবে এবার দেশের ভার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




