ব্লগে আমার সামনা সামনি পরিচিত (মানে দেখা হয়েছে ) মাত্র দুইজন মানুষ আছেন । একজন রেটিং , অন্যজন আসিফ আহমেদ । আমরা কোরিয়াতে (কাছাকাছি) থাকি বলেই ব্লগের সুত্র ধরে পরিচিতি।
এর বাইরে অনেক ব্লগারের সাথে হৃদ্যতা বেড়েছে । মত ও পথের মিলের কারনেই হয়তো তা । তাদের অন্যতম ব্লগার বিষাক্ত মানুষ Click This Link । আমি জানিনা তার আসল নাম কি ? কোথায় থাকেন । ব্লগ সুত্র ধরে ওনাকে আমার অনেক ভালো লাগে । যাই হোক অনেক দিন তাকে ব্লগে দেখিনা । তাই আজ ওনার ব্লগে গিয়ে দেখি সব পোষ্ট মুছে ফেলা হয়েছে ।
ব্লগার পরিসংখ্যানপোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ২৩৬১৩টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৬ মাস
ব্লগটি মোট ১৮৫৪৮১ বার দেখা হয়েছে
আমি হতাশ হলাম । কেন তিনি এমন করলেন । যেকানেই থাকেন বিমা সুস্হ থাকুন , ব্লগে ফিরে আসুন ।
আমি আপনাকে অনেক মিস করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



