আবার জাগবো ভেবেছিলাম
মৃত্যুর ঠোঁটে তোমার হাসির ঘ্রাণ পেয়ে
জেগে দেখি
তুমি ক্লান্ত নুপুর
ভোর থেকে ছিটকে পড়া বিষন্ন বিকেল
অথবা
কোন ঘুম ভাঙ্গা ভুল
ডেকে উঠি প্রিয় ম্যালাঙ্কোলিয়া
চোখ থেকে নেমে এসে দ্যাখো
সেই ‘অদ্ভুত’ শব্দটা আজো অক্ষত
অনুভূতিও
ছুঁয়ে দ্যাখো
নারিকেল পাতা বাজাবে সেতার
তারপর
আমি ফিরে এলেই
তোমার হাতে হবে দশটি আঙ্গুল
শুধু একটু দ্যাখো
নি:শ্বাসের মতো নিশ্চুপ থেকো না
ধ্রুবস্মিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




