পোড়া কাঠ মেঘ হয় !
শুনেছ কখনো ?
আমিতো শুনেছি শুধু
পৃথিবীর জল
পুড়ে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে
উড়ে উড়ে দূরে গিয়ে
ভারী হয়ে মেঘ হয় ।
মেঘ কি আকাশে থাকে
অনন্তকাল ?
সে তো শুধু দু’দিনের মেঘ।
অসীম আকাশও তো
অনাদি অনন্ত নয়,
দু’দিন বয়সী তবে
কিভাবে অনন্ত হয় ?
আর বৃষ্টি বিলাস !
সে তো এক ভ্রান্তিবিলাস
জীবনের তরে নাই তার
কোন প্রয়োজন ।
তবু পোড়া কাঠও মেঘ হয়ে যায় !
মেঘ হয় তোমাদের বিভ্রান্ত কবিতায়
বিভ্রম মনে হয় অনন্তকাল
বৃষ্টি ঝরেনা কোন কালে ।
তাই তোমাদের সেই সব
ভ্রান্ত বৃষ্টিবিলাসীরা
বেঁচে ওঠেনা কোন দিন
বিলাসের মোহে শুধু মরে
পড়ে থাকে তোমাদেরই মাঝে।
আমার আকাশ অনন্ত নয়
আমার কবিতা বিভ্রান্ত নয়
আমার মেঘ পোড়া কাঠ নয়
সে তো এ পৃথিবীরই জল
সুরুজের আদরে মেঘ হয়ে
বাতাসের চাদরে ভাসে
ভাসে এই পৃথিবীরই আকাশে
তারপর আবার ফিরে আসে
ফিরে আসে জীবনদায়ী বৃষ্টি হয়ে
মরা এই পৃথিবীর বুকে
মৃতরা জীবিত হয়
ফিরে পায় নিজেকে।
তাই আমার এ কবিতা
কোন ভ্রান্তিবিলাস নয়
তাই এটা হয়তো
কোন কবিতাই নয়
এ তো সত্যের আহ্বান
এ তো জীবনের জয়গান।
জীবনের কাছে বিলাসের
নেই কোন প্রয়োজন।
প্রয়োজন শুধুই সত্যের।
সত্যের কাছে
আমার এ সত্য কবিতারও
কোন প্রয়োজন নাই
আমার এ কবিতা ছাড়াও
মেঘ ঠিকই জমবে
পৃথিবীর আকাশে
আবার এ কবিতাও পারেনা
পৃথিবীতে এক ফোঁটা
বৃষ্টি ঝরাতে
পারে শুধু মনের আকাশে।
তাই প্রয়োজন নাই কোন
কবিতা বিলাসে
পুনশ্চঃ লেখাটি সুন্দর বা অসুন্দর হয়েছে টাইপ এর কোন মন্তব্য করবেন না দয়া করে। লেখার বিষয়বস্তুর সমালোচনা আশা করি। আর সমালোচনা মানে কিন্তু বিরোধিতা না। আশা করি সবাই বুঝবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




