আমরা সবাই "" পাইরেটস অফ দা কেরাবিয়ান, সিন্দাবাদ"" আই ছবি গুলা দেখচি... কিন্তু বর্তমানে যে সব জাহাজ আছে তার বিসয়ে আমরা কত টুকু জানি??
আমি একজন নাবিক... বানিজ্যিক জাহাজ এ চাকুরী করি... আজ আমি অল্প কথায় জাহাজ নিয়ে কিচু লিখব...
বর্তমানে যে সব জাহাজ দেশ হতে দেশ এ যায় তারা মূলত ২ প্রকার..
১. যাত্রীবাহী জাহাজ
২. মাল বাহী জাহাজ
মাল বাহী জাহাজ আবার কয়েক ধরনের আসে তার মাঝে প্রধান হলো- ক. কন্টিনার জাহাজ
খ. বাল্ক কেরিয়ার জাহাজ
গ. তেল বাহী জাহাজ
ঘ. কেমিক্যাল (L P G / L N G ) বহনকারী জাহাজ.
এই সব জাহাজ গুলো দেশ হতে দেশ এ বন্দর হতে বন্দরে ঘুরে বেড়ায়,,,,
জাহাজ এ ২ টা শাখা আসে..
১. ডেক বিভাগ - এরা নেভিগেশন (মানে জাহাজ চালানো), কার্গো এবং জাহাজের সেপ্টি দেখে..
২. ইঞ্জিন বিভাগ- এই বিভাগের লোকজন জাহাজের বিশাল ইঞ্জিন টা দেখা শুনা করে...
যারা জাহাজ চাকুরী করেন তারা সবাই এক কথায় নাবিক... তবে আমাদের দেশে জাহাজ আর চাকুরী বলতে অনেকে শুধু মারিন ইঞ্জিনিয়ার কে বুঝে যা সঠিক নয়.. জাহাজ আর রেন্ক গুলো হলো-
কেপ্টেন - উনি পুরা জাহাজ আর হেড [ডেক + ইঞ্জিন] [বেতন- 5০০০ ইউ এস ডি থেকে 1০০০০ ইউ এস ডি]
1(ডেক). চিফ অফিসার - উনি ডেক বিভাগের হেড [ উনি কার্গো বিভাগের দায়িত্বে থাকেন + ৮ ঘন্টা নেভিগেশন করেন] [বেতন- 4০০০ ইউ এস ডি থেকে ৭০০০ ইউ এস ডি]
2(ডেক)- সেকেন্ড অফিসার- উনি নেভিগেশন এর দায়িত্বে থাকেন..[ চার্ট পেপার, জি.পি.এস, এবং নেভিগেশন যাবতীয় কাজ ওনার + ৮ ঘন্টা নেভিগেশন করেন] [বেতন- 3000 ইউ এস ডি থেকে 4500 ইউ এস ডি]
3 (ডেক)- থার্ড অফিসার- উনি জাহাজের সেফটি অফিসার [জাহাজের যাবতীয় সেফটি ইকুপমেন্ট ওনার দায়িত্বে + ৮ ঘন্টা নেভিগেশন করেন] [বেতন- 2000 ইউ এস ডি থেকে 4000 ইউ এস ডি]
4 (ডেক)- শিক্ষা নবিশ অফিসার- উনি চিফ অফিসার এর অধীন এ জাহাজের কাজ শিখেন [ এসিস্টেন্ট অফ চিফ অফিসার] [বেতন- 350 ইউ এস ডি থেকে 700 ইউ এস ডি]
আরো থাকেন ডেক ক্রু (৫ জন) [এরা জাহাজ এর হুইল ধরেন, ক্লিনিং এর কাজ গুলা ওনারা করেন] [বেতন- 300 ইউ এস ডি থেকে ১০০০ ইউ এস ডি]
জাহাজ যখন সাগরে থাকে তখন এই ৩ অফিসার ২৪ ঘন্টা জাহাজ চালান.
আবার ইঞ্জিন বিভাগ এ যাই-
[sb]1 (ইঞ্জিন)- চিফ ইঞ্জিনিয়ার - উনি ইঞ্জিন বিভাগের হে [বেতন- 4500 ইউ এস ডি থেকে 9000 ইউ এস ডি]
2 (ইঞ্জিন)- সেকেন্ড ইঞ্জিনিয়ার - উনি মেইন ইঞ্জিন দেখা শুনা করেন+ ৮ ঘন্টা ইঞ্জিন ওয়াচ [বেতন- 4০০০ ইউ এস ডি থেকে ৭০০০ ইউ এস ডি]
৩ (ইঞ্জিন)- থার্ড ইঞ্জিনিয়ার - উনি জাহাজের জেনারেটর দেখা শুনা করেন..+ ৮ ঘন্টা ইঞ্জিন ওয়াচ [বেতন- 3000 ইউ এস ডি থেকে 4500 ইউ এস ডি]
৪ (ইঞ্জিন)- ফোর্থ ইঞ্জিনিয়ার - উনি জাহাজের ফেউরিফায়ার দেখা শুনা করেন + ৮ ঘন্টা ইঞ্জিন ওয়াচ [বেতন- ২০০০ ইউ এস ডি থেকে ৪০০০ ইউ এস ডি]
4 (ইঞ্জিন)- শিক্ষা নবিশ ইঞ্জিনিয়ার -,উনি সেকেন্ড ইঞ্জিনিয়ার এর অধীন এ জাহাজের কাজ শিখেন [ এসিস্টেন্ট অফসেকেন্ড ইঞ্জিনিয়ার] [বেতন- ৩৫০ ইউ এস ডি থেকে ৭০০ ইউ এস ডি]
থাকে ৫ জন ইঞ্জিন ক্রু.. [এর জাহাজের ইঞ্জিন ক্লিনিং এর কাজ গুলা ওনারা করেন] [বেতন- ৩00 ইউ এস ডি থেকে ১০০০ ইউ এস ডি]
[১ U S D = ৬৯.১৫ টাকা]
তাহলে বুঝতে পারছেন যে জাহাজে যারা জব করেন তাদের বেতন অনেক হয়... কেন এত বেতন সেটা অন্য দিন বলব.
আজ আপাতত এই ... অন্যদিন জাহাজের অনেক মজার কথা শেআর করা যাবে... বিদায়..........
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





