১৯৬২ সালে “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” গঠনের এক বছরের মাথায় “স্বাধীন বাংলা নিউক্লিয়াস” এর অধীনে একটি হাতে লেখা তিন পেইজের পত্রিকা বের হতে লাগল, যার নাম ছিল “জয় বাংলা”। আজ তার শেষ পাতার লেখা গুলো টাইপ করে দেয়া হলো। মূল তিনটি পাতা যা হাতে লেখা ৪৫ বছরের পুরনো, শেষ কিস্তিতে পুরা পত্রিকা আপলোড করে দেয়া হলো।
(গ) বিশ্বের মানুষ ও বিদেশী রাষ্ট্র সমুহ বুঝিবে যে সংখাগরিষ্ট এর রায় না মানার অর্থ বাংলার সাতকোটি মানুষকে পরাধীনতার শৃংখলে আবদ্ধ করিয়া রাখা। এবং সে সে ক্ষেত্রে বাঙ্গালীর মুক্তির সংগ্রামের প্রতি সমর্থন দান করিতে বিদেশী রাষ্ট্র সমুহ নীতিগত ভাবে বাধ্য। বর্তমান বিশ্বে বিশ্বজনমতের সমর্থন ব্যতীত “মুক্তি সংগ্রাম” প্রায় অসম্ভব।
(ঘ) নির্বাচন অর্থ জনমত অর্থাৎ নিয়মতান্ত্রিক আন্দোলন। কেবলমাত্র নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হইলেই অনিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করা যায়। এক্ষেত্রে অনিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি দেশবাসীর যে সমর্থন তা স্বপ্রনোদিত।
আমরা বাঙ্গালী জাতীয়তাবাদী আন্দোলনে লিপ্ত অর্থাৎ বাংলা ও বাঙ্গালীর সার্বিক মুক্তির আন্দোলন। এই জাতীয়তাবাদী আন্দোলনের মুল বক্তব্য চারটিঃ-
(১) বিশ্বের মানচিত্রে ৫৬ হাজার বর্গমাইল বিশিষ্ট একটি আবাস ভূমির স্বীকৃতি।
(২) সাতকোটি মানুষের বাঙ্গালী জাতি হিসাবে প্রতিষ্ঠা এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি, সাহিত্য ও সভ্যতায় পরিপূর্ণ বিকাশ।
(৩) সমাজতান্ত্রিক অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রিয় অর্থনীতির রুপরেখা নির্নয়।
(৪) প্রতিটি মানুষের জন্মগত গনতান্ত্রিক চেতনাবোধের প্রতি শ্রদ্ধাশীল।
উপরে বর্নিত আদর্শ, কমসূচী ও সংগঠন মোতাবেক সারাদেশে আগামী দিনের সংগ্রামের জন্য প্রস্তুতি লইতে হইবে এবং এদেশে বর্তমানে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও শ্রমিক সংগঠনের নির্দেশে আন্দোলন পরিচালিত করিতে হইবে।
জাতীয় নেতার প্রতি অকুন্ঠ শ্রদ্বা ও বিশ্বাস, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা সর্বোপরি দেশপ্রেম উদ্বুদ্দ হইয়া প্রতিটি কর্মীকে একাই “মুক্তি যোদ্ধা” হিসাবে সংগ্রাম অবর্তীন হইতে হইবে।
শত প্রতিবন্ধকতা, লোভ লালসা আত্মকলহ, দ্ধিধা-দন্ধ দুর করিয়া একটি আদর্শ, একটি দেশ ও একটি জাতিকে সামনে রাখিয়া আগাইয়া যাইতে হইবে। মনে রাখিতে হইবে “জয় বাংলা” আমাদের ধ্যান-ধারনা, জয় বাংলা কেবল একটি শ্লোগানই নয়। “জয় বাংলা” একটি দর্শন। জয় বাংলা আমাদের মূল লক্ষ্য। জয় বাংলা আমাদের চলার পথের শেষ প্রান্ত। জয় বাংলা
যারা আগের দুইটি পর্ব মিস করেছেন তাদের জন্য
জয় বাংলা শ্লোগানের ইতি কথা প্রথম পর্ব
জয় বাংলা শ্লোগানের ইতি কথা দ্বিতীয় পর্ব
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




