শাহবাগ আন্দোলনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আজ একথা হর রোজ বুদ্ধিজীবিগন তাদের লেখনী, টিভি টক’শো ও বিভিন্ন আলোচনার মাধ্যমে বলে যাচ্ছেন। শব্দ আর সাহিত্যের ভাষায় “মুক্তিযুদ্ধের চেতনার” ব্যাখা দিচ্ছেন তারা নিজ নিজ অবস্থান থেকে। আজ এমন দু‘জন মানুষের নাম উল্লেখ করব যারা আমাদের খুব পরিচিত। অধিকার আদায়ের আন্দোলনের ইতিহাস সুদীর্ঘ, জাতিসত্বার মুক্তির সংগ্রাম পৃথিবীতে নতুন নয়। মুক্তির আন্দোলনের ইসু সৃষ্টি হয় সমাজ ব্যবস্থা, ও অবস্থার প্রেক্ষাপটের ভিত্তিতে। জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক সমাজ ব্যবস্থার চর্চার যুগে আমাদের বসবাস। রাষ্ট্র যখন তার নিজ কাঠামোর মাঝে বৈষম্যের নীতি অবল্ভন করে জনসাধারনের একটি বড় অংশকে পূর্ণ নাগরিক অধিকার দিতে ব্যর্থ হয় তখন বৈষম্যের কারনে জনগনের মাঝে ক্ষোভের দানা বাঁধে বিভিন্ন ইসুকে কেন্দ্র করে। রাষ্ট্র বা সমাজ পরিচালিত হয় মুষ্টিময় কিছু এলিট শ্রেণীর দ্বারা, রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা নিয়ন্ত্রিত হয় এই এলিটদের সার্থে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল তেমনি জাতিসত্বার মুক্তির সংগ্রামের এক অধ্যায়। আমাদের “মুক্তিযুদ্ধের চেতনা” ছিল শোসনহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে, যেখানে রাষ্ট্র হবে সকলের। মুষ্টিময় কিছু এলিটের না হয়ে। কিন্তু তা আজও আমরা পাইনি।
ঘটনা রুমি ব্রিগেট যখন শাহবাগে অনশণ শুরু করে তার পরে শাহবাগ যাদু ঘরের সামনে “জনাব শাহরিয়ার কবির” সাহেবের সাথে বেশ কিছূ কথা হয়। তখন তাকে প্রশ্ন করলাম আমাদের “মুক্তিযুদ্ধের চেতনা” কি ছিল? মাত্র এই কয়জন ব্যক্তির ফাঁসি হলেই কি “মুক্তিযুদ্ধের চেতনা” পূর্ন হয়ে যাবে? প্রকৃত অর্থে আমাদের “মুক্তিযুদ্ধের চেতনার” বাস্তবায়ন কি মাত্র এই কয়জন ব্যক্তির ফাঁসি? তিনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার মুখের দিকে চাইলেন তার পরে সোজা চলে গেলেন। ঠিক তার দুই দিন পরে আসলেন শ্রদ্বেয় জাফর ইকবাল স্যার, উনি বেশ কিছু সময় অনশণ কারীদের মাঝে অবস্থান করলেন। একপর্যায়ে সুযোগ পেলাম উনার সাথে কথা বলার, প্রশ্ন করলাম স্যার আমাদের “মুক্তিযুদ্ধের চেতনা” কি ছিল? মাত্র এই কয়জন ব্যক্তির ফাঁসি হলেই কি “মুক্তিযুদ্ধের চেতনা” পূর্ন হয়ে যাবে? প্রকৃত অর্থে আমাদের “মুক্তিযুদ্ধের চেতনার” বাস্তবায়ন কি মাত্র এই কয়জন ব্যক্তির ফাঁসি? বড়ই অবাক হলাম তিনিও শাহরিয়ার কবিরের মত আমার প্রশ্নের কোন উত্তর দিলেন না।
এই হলো আমাদের শাহবাগ আন্দোলনের সাথে একাত্তত্বা ঘোষনা করে বারবার শাহবাগে ছুটে আসা দু’জন বুদ্ধিজীবির অবস্থা। একই প্রশ্ন জনাব মুনতাসির মামুনকেও করার অপেক্ষায় আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



