বাংলাদেশ কবে পারমাণবিক বোমা বানাবে? আর কতকাল আমরা দুর্বল জাতি হিসেবে থাকব? কবে আমাদের সারা পৃথিবী একটি শক্তিশালী জাতি হিসেবে জানবে। কবে আমাদের বিমান বাহিনীর গোলা ভরা অত্যাধুনিক শক্তিশালী বিমান থাকবে যা আমরা নিজেরাই উৎপাদন করব। আর কতকাল আমাদের বিদেশে গেলে বিদেশীদের সাথে নিম্নোক্ত কথোপকথন চালাতে হবে?
বিদেশীঃ আপনি কোথা থেকে এসেছেন?
আমিঃ বাংলাদেশ।
বিদেশীঃ এটা আবার কোন দেশ? এই দেশ কোথায় অবস্থিত?
আমিঃ এটা ইন্ডিয়ার পাশে অবস্থিত একটি দেশ।
বিদেশীঃ ও আচ্ছা!
কবে আমাদের একটি মহাকাশ গবেষনা কেন্দ্র থাকবে যেখান থেকে আমাদের নভোচারীরা নিয়মিত অন্য গ্রহ-উপগ্রহগুলোতে যাতায়াত করবে? কবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভরে উঠবে নোবেল বিজয়ী শিক্ষকমন্ডলীতে? কবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হতে লাল দল, নীল দল এর বদলে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, অর্থনীতিবিদ বের হবে?
কবে? কবে? কবে?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





