এই ব্লগে অনেকেই আছেন যারা পা/ফাকিস্তান নিয়ে সারাদিন তসফি গনেন তারা সারদিন ততে মুঠো ভাত খান কিনা জানিনা। তারা বিশেষ এক গোষ্ঠিকে (জামাত-শিবির) সকাল/বিকালে পা/ফাকিস্তানে পাঠাতে না পারলে ঘুমোতে পারেন কিনা সন্দেহ!
তারা প্রতিদিন যতবার পা/ফাকিস্তানের নাম নেন বা ভাবেন, সেই বিশেষ গোষ্ঠি মানে জামাত-শিবির রা মনে হয় সারা বছরেও কেন এক যুগেও মনে হয়তো ভাবে না।
আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পা/ফাকিস্তান কে এই দেশ থেকে বিতাড়িত করেছি। বর্তমানে মুক্তিযুদ্ধের সময় গঠিত অপরাধের বিচার প্রক্রিয়া চলছে। বিচার প্রক্রিয়া নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতবেদ আছে। আমি সেই দিকে যাব না তবে বলা যায় বিচারের কাজ শুরু হয়েছে।
ভৌগলিক ভাবে আমাদের দেশ আর পা/ফাকিস্তান হওয়া সম্ভব নয়। তবে তারা সবসময়ের জন্য পা/ফাকিস্তান তসফি জপছে কেন? যেটা হওয়া সম্ভব সেই দেশের নাম কিন্ত্তু উনারা নেন না।
হাসিতে হাসিতে আমি ফিট হওয়ার জোগাড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




