জনাব রেজা ঘটক,
"মানুষের বিশ্বাসকে আক্রমণ করে কেউ খাঁটি লেখক বা মহাপুরুষ হয়ে যেতে পারেন না। আফ্রিকার কোন গহীন জঙ্গলের নিভৃত কোনেও যদি কোন ধর্ম থেকে থাকে, কারো কোন ধর্মীয় বিশ্বাস থেকে থাকে তবে আপনাকে তার প্রতি স্রদ্ধাশীল হতে হবে। হুমায়ুন আজাদ বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার অগ্রপথিক ছিলেন। কিন্তু তিনি ধর্মনিরপেক্ষতা কি সেটা বুঝতেন কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। ধর্মনিরপেক্ষতা একটা স্বাধীনতার নাম। আমিও মানি রাষ্ট্রের কোন ধর্ম থাকেনা। রাষ্ট্রে কেউ যেমন ধর্মকে কারো উপর চাপিয়ে দিতে পারেন না, ঠিক তেমনি অধর্মকে চাপিয়ে দেয়া বা ধর্মকে গালাগালি করার অধিকারও আপনার নেই। শুধু বাংলাদেশের মত রাষ্ট্র বলেই সেটা সম্ভব হয়েছে। পাশ্চাত্যের খৃষ্টান দেশগুলোতেও আপনি সেই সুবিধা পাবেন না। আপনি ধর্মকর্ম করুন নিজের মত কি নাস্তিক থাকুন তাতে আসে যায় না কিছুই। কিন্তু ধর্মকে গালাগালি করে জীবিকা নির্বাহ করা ধর্ম বেঁচে খাওয়ার মতই অপরাধ। আর ১৪ কোটি মানুষের বিশ্বাসকে উনি আঘাত করে উনি মহান লেখক হয়ে যাবেন এটা ভাবলেন কি করে? দুচারজন নাস্তিক ছাড়া আর কেউ উনার পক্ষে সাফাই গাইবে না। তাও একজন নাস্তিক "তারেক রহমান" কালকে উনাকে নিয়ে একটা পোস্টও দিয়েছেন। দেখে আসতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, যেমন কর্ম তেমন ফল। সব নির্ধারিত। সম্মান কেউ কাউকে দিতে পারে না। যার যা প্রাপ্য সেটা এম্নিই পায়।
হুমায়ুন আহমেদ খারাপ, নাস্তিক,চরিত্রহীন কতকিছু প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। কাজ হয়নি। তার মৃত্যুতে এটা প্রমাণ হয়েছে, মানুষ বাঁচে তার কর্মে। তার সৃষ্টিতে।
হুমায়ুন আজাদ নাস্তিক হোন আর যাই হোন না কেন, মানুষের মন জয় করতে পারেন নি। এমনকি তিনি একজন লেখা চোর বলেও বদনাম আছে। আমার কথা না। আহমাদ ছফা সাহেবের কথা।
তার সৃষ্টকর্ম দিয়ে তিনি মানুষের মন জয় করতে পারেন নি। তার জন্য এতো কান্নাকাটি করে লাভ নেই। আপনার কাছে উনি অনেক বড় লেখক হতে পারেন। হয়তো আমার কাছে উনার বইটা অখাদ্য। এমনকি একজন বড় মাপের মানুষও নন তিনি। তার ছাপ তিনি রাখেন নি।
ধন্যবাদ।"
এই পোস্ট কোনভাবেই সামুর বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই পোস্ট স্টিকি করার।
এতো ভয়াবহ গালাগালি সামুর আর কোন স্টিকি পোস্টে হয়েছে কিনা আমার জানা নেই। মৃত একজন মানুষের সমালোচনা কাম্য নয়। সে হুমায়ুন আহমেদই হোক কিংবা আজাদ। তার শিষ্যরাই ঘিয়ে আগুন জ্বেলে এই গালাগালির সুযোগ তৈরি করে দিয়েছে আম-জনতাকে। তারপরও আমি সবাইকে অনুরোধ করবো ওই পোস্টে গালাগালি করবেন না।
"কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়।"
নিজেকে যদি মুসলিম অথবা নিদেন পক্ষে মানুষ মনে করে থাকেন তবে এই রোজার দিনে গালাগালি পরিহার করুন।
যদি সম্ভব হয়, তবে এই স্টিকি পোস্ট সরানো হোক।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




