ডাক্তারি পেশা হিশাবে কেমুন লাগে।
মেলা টেকা-পয়সা। সুম্মান। হেই তেই,
আমি ডাক্তারগোরে এহন তেমুন একটা গুনায় ধরিতেছি না।
আমার কাচে হেগোর এত্তো গুরুত্ব আছে বইলা মনে করি না। মোডামুডি দ্যাশের ডাক্তার অর্ধেক পিডাইয়া দেশ থিকা খেদায়া দিলেও তেমুন সমুস্যা অইবো না আশা করি।
চিন্তা কইরা দেখেন, এরা অনেকটা রোবোটের মতন।
আমনের অসুখ অইচে। আমনে হেগোর কাচে গেলেন। হেয় আমনের রুগের লক্ষনগুলি দেখলো। কিচু অসুধ লেকলো। ভালো ডাক্তার অইলে কিচু পরামর্শ দিলো। আর পচা ডাক্তার অইলে তো কতাই নাই! কিছু অকারণ টেস্ট দিয়া ল্যাব এবং নিজের পকেট ভারী কইরা আমগো গলা কাটানের সব বেবস্থা কইরালাইবো।
মূল সমীকরণ হইতেছে,
রুগের লক্ষণগুলাইন মুখস্থ করলে আর সেই অনুযায়ী কিছু অসুধের নাম মুখস্থ করলেই হয় ডাক্তারী।
সো যাহা দরকার তাহা হইলো ,
প্রথমে,রুগের লক্ষণের একটা ডাটাবেইস,
দুই, অষুইধের একখান ডাটাবেইস।
তিন, এগের মইদ্যে রিলেশানশিপ তৈয়ারী করা।
আমগো মইধ্যে যারা ডাটাবেইস এক্সপার্ট আছে হেগোর হেল্প লয়া,
এবোং দুই একটা এক্সপার্ট মেডিসিন ষ্পেশালিস্ট একটা হায়ার কইরা আমরা একটা ডাক্তার সফটওয়ার মোটামুটি ইজিলি বানাইতে পারি।
প্রজেক্ট সাকসেস অইলে আমরার গ্রামে গ্রামে হাসপাতাল নামের কসাইখানা আর বানান লাগবো না। এগো মেইনটেইন করা লাগবো না। বিরাট খরচার হাত থিকা সারা দেশ তথা বিশ্ব রক্ষা পায়া যাইবো।
কী মনে করুইন।
বিনীত,
নিরাপদ স্রোত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




