আজই প্রথম বের হলো প্রথম আলোর কিআ কিশোর ম্যাগাজিন। আমার খুবই ভালো লাগলো এমন একটি প্রত্রিকা আমার বাচ্চা হাতে দিতে পারার জন্য। কিন্তু পাঠকরা .......... প্রত্রিকাটা আমার ছেলের হাতে পড়ার কিছুক্ষন পর আমার ছেলে প্রশ্ন করলো, মা একজন লোকের কয়টি স্ত্রী থাকে?????
আমি অবাক হয়ে জিঙ্গাসা করতেই সে ম্যাগাজিনটি এনে দেখালো যে ১২৮ নং পৃস্ঠায় বুদ্ধির ব্যায়ামে একটি ধাধা দেয়া আছে। সেখানে এক লোকের সাত স্ত্রীর গল্পাকারে ধাধা দেয়া আছে। তাই তার জানার আগ্রহ কয়টা পর্যন্ত বউ রাখা যায় যাতে সে ভবিষ্যতে এ ব্যাপারে আগে থেকেই ব্যবস্থা নিতে পারে... হাহাহাহাহাহাহা
প্রথম আলোর মত এমন দায়িত্বশীল পত্রিকার এমন অ-দায়িত্বশীল লিখা কি আশা করা যায়...
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



