ঝরে গেল আরও একটা বছর। এই অনুভূতি আমাকে কেমন অবশ করে দেয়। কেননা, জীবন আরও গভীরে গড়াল কিংবা হারাল মহাকালের কিছু মুহূর্তসমষ্টি-যে মুহূর্তসমষ্টি
আমি লাভ করেছিলাম জন্মমুহূর্ত থেকেই। সেই মুহূর্তসমষ্টি কি আমার? মহাকালের তরফ থেকে আমাকে সচেতনভাবে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটিই আমাকে বিব্রত করে দেয়। কেননা, আমি দেখেছি অভাবী নারী ফুটপাথে তার শিশুটিকে নিয়ে অনাহারে কাটাচ্ছে অর্থহীন মুহূর্তসমষ্টি; তবে আমি কেন আমার মুহূর্তসমষ্টিকে সুখি ও শিল্পায়িত করার জন্য অহরহ চেষ্টা করব? আমি কেন নিজেকে নির্বাচিত ও বিশেষ ভেবে উৎফুল্ল হয়ে উঠব? এই বোধ আমার স্নায়ূতন্ত্রকে বিকল করে দিতে যথেস্ট। এবং এই মুহূর্তে গাজায় ইজরেলি বিমান হামলায় নিহত হচ্ছে নিষ্পাপ শিশু, এবং এই মুহূর্তে আমরা ওদের বাঁচানোর উপায় জানি না; এবং এই মুহূর্তে পশ্চিমা বিশ্ব ইজরেলি গনহত্যায় রয়েছে নির্বিকার, এবং এই মুহূর্তে ভারত তার অহিংস মতাদর্শ পরিত্যাগ করে পাকিস্থানে সামরিক অভিযানের কথা ভাবছে, এবং এই মুহূর্তে নির্বাচনের ফলাফল অস্বীকার করে মিসেস খালেদা জিয়া তাঁর ব্যাপক অনুসারীদের অগনতান্ত্রিকতার পাঠ দান করছেন।
তা সত্ত্বেও আমি আজ মধ্যরাত্রে প্রবেশ করব ২০০৯-এ। সেই সঙ্গে বাংলাদেশ প্রবেশ করবে নতুন এক অধ্যায়ে। আশা করা যায়-যা হবে পূর্বের তুলনায় অধিকতরো গনতান্ত্রিক এবং সত্যিকার অর্থেই ধর্মান্ধতাশূন্য সেকুলার।
এমত ভাবনায় আজ সারাদিন আমার গা শিরশির করতেই পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




