
মেসোআমেরিকায় মায়া-অ্যাজটেক ছাড়াও আরও অনেক সভ্যতা ছিল। যেমন, ওলমেক, জাপোটেক। জাপোটেক সভ্যতাও প্রিকলম্বিয়ান; অর্থাৎ কলম্বাস-পূর্ব। সূচনাকাল ধরা হচ্ছে ৫০০ খ্রিস্টপূর্ব। ৯০০ শতক অবধি টিকে ছিল।

মেক্সিকোর ওয়াক্সাকা প্রদেশের মনটে অ্যালবান নগরই ছিল জাপোটেকদের প্রাচীন বাসভূমি। জাপোটেক সভ্যতার কেন্দ্র ছিল মনটে অ্যালবান নগর। ওয়াক্সাকা প্রদেশের অ্যাটোয়াক নদীর পাশে পাহাড় শ্রেনি- যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ মিটার উঁচু । মনটে অ্যালবান নগরটি ওখানেই। স্পেনিশ ভাষায় মনটে অ্যালবান মানে শ্বেতপর্বত। জায়গাটাকে আগে বলা হত “দানিবান”; পবিত্র পাহাড়। এখানকার দরদালান, বল কোর্ট, সমাধি, স্বর্নালঙ্কার, মৃৎপাত্র-সবই এক সমৃদ্ধ জাপোটেক সভ্যতার চিহ্ন বহন করছে।


মনটে অ্যালবান


জাপোটেকরা ছিল বহু ঈশ্বরবাদী। বৃষ্টিদেবতার নাম কোসিজো। আলোর দেবতার নাম কোকুইহানি। নরবলিও চলত। জাপোটেকরা বিশ্বাস করত -তাদের পূর্বপুরুষ এসেছিল গুহা থেকে। তখন জাগুয়ার ছিল। তারপর মানুষে রুপান্তরিত হল। জাপোটেক শাসকরা বিশ্বাস করত তারা অতিলৈৗকিক বস্তু থেকে এসেছে; যারা বাস করে মেঘে। মৃত্যুর পর মেঘেই চলে যাবে। এই রকম বিশ্বাসের জন্যই জাপোটেকদের অন্য নাম: “মেঘের মানুষ।”

বর্ণমালা

জাপোটেক পুরুষ
মূলত কৃষিকাজের জন্যই উন্নত পর্যায়ের দুটি পঞ্জিকা আবিস্কার করেছিল জাপোটেকরা। অন্যটি সৌরবৎসরের ওপর ভিত্তি করে। যাতে আবর্তন ছিল ৫২ বছরের । এটিই মেসোআমেরিকার পঞ্জিকার আবর্তনের ভিত্তি।

জাপোটেক পঞ্জিকা

নক্ষত্রলোক পর্যবেক্ষনের জন্য মনটে অ্যালবানে ছিল মানমন্দির ।




সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



