এনিগমার : The Child In Us একটি বিখ্যাত ইন্সট্রুমেন্টাল। সংস্কৃত শ্লোক, লাতিন চান্ট আর আধুনিক গান - এসব মিলিয়ে অন্যরকম এক জগৎ তৈরি হয়েছে। তবে যেন মানেটা সহজে বোঝা যায় না। the child in us . কি এর মানে? আমাদের ভিতরের শিশু। কি এর মানে? মানেটা সহজে বোঝা যায় না বলেই ভালো লাগে। তবে বুঝতে ইচ্ছে করে। দেখা যাক বোঝা যায় কি না ...
প্রথমেই নারী কন্ঠে সংস্কৃত শ্লোক।
prasanna vadanaaM saubhaagyadaaM bhaagyadaaM
hastaabhyaaM abhayapradaaM maNigaNair-
naanaavidhair-bhuushhitaaM
শ্লোকটির মানে:
যার বদন প্রসন্ন, যিনি ধনদাত্রী, যার হাত আর্ত মানুষকে ভয় থেকে রক্ষা করে। যিনি বহুমূল্য অলংকারে আবৃত।
আমরা জানি লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী, সৌভাগ্যের দেবী। লক্ষ্মীর ১০৮টি নাম রয়েছে-যা "ধ্যান-শ্লোকে বর্ণিত আছে " ; একে, অর্থাৎ ধ্যান শ্লোককে আবাহন সংগীতও বলে। এই শ্লোকটি নেওয়া হয়েছে "ধ্যান-শ্লোক " থেকে।
এরপর লাতিন CHANT
Puer natus est nobis
et filius datus est nobis
cujus emperium super humerum
বাংলা মানে
আমাদের জন্য একটি শিশু জন্মেছে
আমাদের একটি পুত্র সন্তান দেওয়া হয়েছে
তার ওপর শাসনভার অর্পিত হবে
Puer natus est nobis একটি সমবেত সংগীত। এর মানে 'a child is born to us'. মন্ত্রটি বাইবেলের। ( Isaiah 9:6.) mass এর আগে এটি গাওয়া হয়। যাজক যখন বেদির দিকে যেতে থাকেন, তখন গাওয়া হয়।
সব শেষে ইংরেজি গান
Some day you came
And I knew you were the one
You were the rain, you were the sun
But I needed both, cause I needed you
You were the one
I was dreaming of all my life
When it is dark you are my light
But don't forget
Who's always our guide
It is the child in us
বাংলা অনুবাদ
কোনওদিন তুমি আসবে
আমি জানি তুমিই সে
তুমি ছিলে বৃষ্টি, তুমি ছিলে সূর্য
আমি কিন্তু দু'জনকেই চাই। কারণ আমি তোমাকেই চাই
তুমিই সে
সারা জীবন দেখেছি স্বপ্ন
যখন ছিল অন্ধকার ... তখন তুমিই ছিলে আলোক
কিন্তু ভুলো না
যে আমাদিগের প্রথপ্রদর্শক
যে আমাদের ভিতরকার শিশু ...
সব মিলিয়ে the child in usএর মানে কি দাঁড়াল?
প্রথমেই দেবী লক্ষীর বন্দনা করে দেবীর আর্শীবাদের কথা বলা হল। কেন? এক শিশুর জন্ম হবে। দেবী যেন আর্শীবাদ করেন। এরপর বাইবেল-এর আয়াত থেকে এক শিশুর জন্মের কথা বলল ... যে শিশু শাসনভার গ্রহন করবে ... যে শিশুর জন্য অপেক্ষমান আধুনিক সময়। যে শিশু আমাদের ভিতরের শিশু ...যে শিশু অবোধ, নিষ্পাপ ও পবিত্র; যে শিশু ফুলের মতন সুন্দর ...সে শিশুর আগমন ঘটলেই পৃথিবী সুখি ও সুন্দর হয়ে উঠবে ...কেননা পৃথিবী জুড়ে সব মানুষের ভিতরকার শিশু যে এক ... আমাদের ভিতরে সে শিশুর বাস ...কেবল সে শিশুকে জাগাতে হবে ...
The Child In Us অডিও লিঙ্ক
Click This Link
এবং
Click This Link
উৎসর্গ: কবি মাহী ফ্লোরা ...
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





