somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইকেল এঞ্জেলো: ইউরোপীয় রেনেসাঁর সেই মহান শিল্পগুরু (প্রথম পর্ব)

২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাইকেল এঞ্জেলো (১৪৭৫-১৫৬৪) : ইউরোপের এক মহান শিল্পগুরু। শিল্পগুরুরা যেন নির্বাচিত। কেননা, প্রকান্ড প্রতিভার সঙ্গে সৃষ্টিশীল মুহূর্তে ঈশ্বর ভর করতে হয়। মাইকেল এঞ্জেলোর Pietà ভাস্কর্যটি দেখে যে কারও মনে হবে স্বয়ং ঈশ্বর মাইকেল এঞ্জেলোর মধ্য দিয়ে ভাস্কর্যটি গড়েছেন। ভাস্কর্যটি চারশ বছরের পুরাতন -তথাপি আজও মানুষ মা মেরির কোলে সদ্য ক্রশ থেকে নামানো মৃত যিশুকে দেখে শোকে স্তব্দ হয়ে যায়। কেবল একনিষ্ট খ্রিস্টানই নয়-যে কোনও শিল্পানুরাগী থরথর আবেগ টের পান । মাইকেল এঞ্জেলো এ কারণেই শিল্পগুরু। যাঁর সমাধিফলকে লেখা রয়েছে Il Divino Michelangelo ... অর্থাৎ স্বর্গীয় মাইকেল এঞ্জেলো ...সত্যিই তাই, শিল্পগুরু যে স্বর্গীয় প্রেরণায় ছবি একেঁছেন, ভাস্কর্য গড়েছেন, স্থাপত্য গড়েছেন এবং কবিতা লিখেছেন ; এভাবে সমকালীন ও পরবর্তী শিল্পীদের শিল্পচিন্তায় গভীর প্রভাব রেখেছিলেন ইউরোপীয় রেনেসাঁর সেই সেই মহান শিল্পগুরু



ইতালির মানচিত্রে ফ্লোরেন্স শহরের অবস্থান । এ শহরেই মাইকেল এঞ্জেলো বেড়ে উঠেছিলেন। ফ্লোরেন্স ছিল আদি রেঁনেসা যুগের শিল্পসাহিতের রাজধানী। এ নগরেই জন্মেছিলেন মহাকবি কবি দান্তে (১২৬৫ -১৩২১) এবং বহুমূখী প্রতিভার অধিকারী লিওনাদো দা ভিঞ্চি (১৪৫২ -১৫১৯)

ফ্লোরেন্স শহরের ৪০ মাইল পুবে কাপরেস গ্রাম । লডোভিকো বুনারোত্তি সেই কাপরেস গ্রামের সরকারি এজেন্ট । ১৪৭৫ খ্রিস্টাব্দের ৬ মার্চ। এক পুত্রসন্তানের জনক হলেন লডোভিকো বুনারোত্তি । ছেলের নাম রাখলেন মাইকেল এঞ্জেলো বুনারোত্তি। ছেলের বয়স এক মাসও হয়নি - লডোভিকো বুনারোত্তি সপরিবারে ফ্লোরেন্স ফিরে এলেন। শিশু এঞ্জেলোর মা (ফ্রানসেসকা নেরি) অসুস্থ। শিশু এঞ্জেলো কে দুধ খাওয়াল দাই মা। পরিবারটি পাথর কাটত। ঘরে হাতুরি ছেনি। শিশুটি ওসব নাড়ত, মন দিয়ে দেখত। তখন কে জানত শিশুটি পাথর চেঁছে তৈরি করবে জগদ্ববিখ্যাত সব ভাস্কর্য। যে কারণে কাপরেস গ্রামটির নাম বদলে রাখা হবে কাপরেস মাইকেল এঞ্জেলো।



মাইকেল এঞ্জেলোর ডেভিড (অংশ বিশেষ) । কে বিশ্বাস করবে নাক চোখ মুখ চুল সব নিরেট পাথর চেঁছে করা ...

শিশু এঞ্জেলোর মা মরল ৬ বছর বয়েসে। ... বিষাদক্লিস্ট ছেলে চকখড়ি দিয়ে ছবি আঁকে। মা হারা ভালোবাসা শূন্য জীবনে ছবি এঁকে আনন্দ পায় । বালক এঞ্জেলো ভীষণ সেনসেটিভ। কিছু জিজ্ঞেস করলে খেপে ওঠে। বালকের খিটখিটে মেজাজ পরবর্তী জীবনেও তীব্রতা বৃদ্ধি । আসলে মাকে হারিয়ে অভিমান ... প্রায় শেষ জীবনে মাকে অন্যভাবে ফিরে পেয়েছিলেন ... (সে কথা পরে বলব) যাক। লডোভিকো বুনারোত্তি ছেলেকে স্কুলে পাঠালেন। স্কুলে র শিক্ষক নাম ফ্রানসেসকো গালেওটা -লাতিন গ্রামার শেখান। এখানে বালক এক বন্ধু জুটল। সেই বন্ধুটি একদিন এঞ্জেলো কে বলল, এঞ্জেলো, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো। তুমি কি জান ফ্লোরেন্স নগরে ডোমেনিকো ঘিরলানডাইয়ো নামে চিত্রকর বাস করে। যারা ছবি আঁকা শিখতে চায়, তাদের সিনর ঘিরলানডাইয়ো ছবি আঁকা শেখান। এই বন্ধুটিই এঞ্জেলো কে বলেছিল চিত্রকরের জীবন বেছে নিতে। এঞ্জেলো উদ্বুদ্ধ হল।



লোরেনজো দ্য মেডিসি (১৪৪৯ ১৪৯২) ফ্লোরেন্স শহরের প্রভাবশালী রাজনীতিবিদ এবং শাসক। উদার এবং শিল্পমনস্ক মানুষ ছিলেন লোরেনজো দ্য মেডিসি রেঁনেসা যুগের শিল্পী সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করেছেন । এ জন্য তাঁকে বলা হত ‘লোরেনজো দ্য ম্যাগনিফিসেন্ট।’ মাইকেল এঞ্জেলো ১৪৯০ থেকে ১৪৯২ - এই ২ বছর লোরেনজো দ্য মেডিসির প্রাসাদে থেকেছেন। ওই সময়টায় জীবন সম্বন্ধে কিশোর এঞ্জেলোর দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল।

লডোভিকো বুনারোত্তি বাস্তববাদী মানুষ। ছেলেকে ব্যবসায়ী কিংবা ব্যাংকার হিসেবে গড়ে তুলতে চান। একরোখা উদ্ধত ছেলে
বাবাকে বলল, আমার এসব নীরস লাতিন গ্রামার ভালো লাগে না। আমি ছবি আঁকতে চাই । আমি ডোমেনিকো ঘিরলানডাইয়ো-এর আঁকার ইশকুলে যেতে চাই। লডোভিকো বুনারোত্তি নিশ্চয়ই ভীষণ শকড হয়েছিলেন। তবে মা হারা ছেলের পথে শক্ত প্রতিবন্ধকতা তৈরি করেন নি। কাজেই ১৩ বছর বয়েসে বালক এঞ্জেলোকে ডোমেনিকো ঘিরলানডাইয়ো-এর আঁকার স্কুলে যেতে দেখা গেল।
মহামহিম ঈশ্বর মাইকেল এঞ্জেলো কাজের ভিতর দিয়ে নিজেকে প্রকাশ করবেন।
সেই জন্যই কি না এক অদ্ভূত এক ঘটনা ঘটল ...
তরুণ শিল্পীদের জন্য লোরেনজো দ্য মেডিসি ‘গার্ডেন অভ সান মারকো’ নামে একটি চারুকলা শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন । লোরেনজো দ্য মেডিসি ডোমেনিকো ঘিরলানডাইয়ো কে অনুরোধ করলেন তাঁর প্রতিভাবান কোনও ছাত্রকে তাঁর কাছে পাঠাতে। ... এরপর কিশোর এঞ্জেলোকে মেডিসি পরিবারের সঙ্গে বসে খেতে দেখা গেল, থাকার ব্যবস্থাও মেডিসি প্রাসাদেই মহৎপ্রাণ লোরেনজো দ্য মেডিসি । মেডিসি প্রাসাদে রেঁনেসা যুগের শিল্পী দার্শনিক কবিদের ভিড় । তাদের কাছে সাহিত্য ও দর্শন সম্বন্ধে জানছে ততই বিস্মিত কিশোর এঞ্জেলো । নিয়মিত ‘গার্ডেন অভ সান মারকো’ যাচ্ছে। প্রতিষ্ঠানটির দায়িত্বে ছিলেন ভাস্কর বারটোলডো দি গিওভান্নি । ইনি পঞ্চদশ শতকের মহান ভাস্কর ডোনাটেল্লোর গুরু ছিলেন। গিওভান্নির কাছেই প্রথম ভাস্কর্যশিল্প সম্বন্ধে সম্যক ধারণা হয়েছিল কিশোর এঞ্জেলোর। মানবশরীর অর্থাৎ এনাটমির জ্ঞানও সেই সময়েই হয়েছিল । মৃতদেহ কাটাছেঁড়া ষোড়শ শতকের ইতালিতে নিষিদ্ধ হলেও সৌভাগ্যক্রমে কর্তৃপক্ষের অনুমতি পেয়েছিলেন তরুণ এঞ্জেলো ।



মেডিসি প্রাসাদের উঠান ( কোর্টইয়ার্ড )। জানালার নকশা করেছেন মাইকেল এঞ্জেলো।

১৪৯২ খ্রিস্টাব্দ। মহৎপ্রাণ লোরেনজো দ্য মেডিসির মারা যান। ফ্লোরেন্স নগরের রাজনৈতিক পরিস্থিতি অরাজক হয়ে ওঠে। লোরেনজো দ্য মেডিসি ছিলেন উদারপন্থী। এবার খ্রিস্টান মৌলবাদীরা ফ্লোরেন্স দখল করে নিল। খ্রিস্টীয় বিশ্বাসের বিরুদ্ধে যায় এমন সব সেকুলার আর্ট পুড়িয়ে ফেলার জন্য ঘরে ঘরে সৈন্য পাঠায়। মাইকেল এঞ্জেলো ফ্লোরেন্স ত্যাগ করে প্রথমে ভেনিস তারপর বোলোগনা হয়ে রোম পৌঁছলেন। মাইকেল এঞ্জেলো জাত শিল্পী । রোমের ধ্রুপদী সব ভাস্কর্য দেখে মুগ্ধ হলেন। তেমন কিছু একটা করার ইচ্ছে হল। সৌভাগ্যক্রমে কাজ পেলেন। ব্যাক্কাস ছিলেন প্রাচীন গ্রিসের মদের দেবতা। ১৪৮৭ খ্রিস্টাব্দে তারই একখানি প্রমাণসাইজের ভাস্কর্য নির্মাণ করে রোমের সবার দৃষ্টি কাড়তে সক্ষম হলেনন মাইকেল এঞ্জেলো । এটিই তাঁর প্রথম ভাস্কর্য।



ব্যাক্কাস। মার্বেল পাথরের ভাস্কর্য। সুরার দেবতা মদ্যপ অবস্থায় রয়েছেন । পাথর আবেগ ফোটানোর ব্যাপারে মাইকেল এঞ্জেলো ছিলেন তুলনারোহিত। এটি এখন রয়েছে ফ্লোরেন্সের বারগেলো আর্ট মিউজিয়ামে।

মা মেরি ক্রশ থেকে সদ্য নামানো যিশুর মৃতদেহটি নিয়ে বসে আছেন। এমন থিমকে বলা হয় Pietà. এই বিষয়টি ছবির চাইতে সাধারণত ভাস্কর্য ফুটিয়ে তোলা হত। মাইকেল এঞ্জেলো ১৪৯৭-১৫০০ খ্রিস্টাব্দের মধ্যে একটি Pietà নির্মাণ করলেন। এটি তাঁর স্মরণীয় ভাস্কর্যের অন্যতম। এটি রয়েছে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ( ব্যাসিলিকা= সুবিধাপ্রপ্ত রোমান ক্যাথলিক গির্জে) ...



Pietà পাথর খুদে আবেগ ফোটানোর এ এক কালজয়ী নজীর। ভাস্কর্যটি গড়ে তোলার সময় শিল্পগুরু ওপর স্বয়ং ঈশ্বর ভর করেছিলেন। মা মেরির শান্ত মৌনতা যে কোনও ধর্মবর্ণের দর্শককে বেদনায় সিক্ত করে।

১৫০১ খ্রিস্টাব্দ। মাইকেল এঞ্জেলো ফ্লোরেন্স ফিরে এলেন। ততদিনে ফ্লোরেন্সে একটি প্রজাতন্ত্র গঠন করা হয়েছে। যা হোক। ততদিনে মাইকেল এঞ্জেলোর খ্যাতি ফ্লোরেন্স পৌঁছেছে। ওল্ড টেস্টামেন্টে ডেভিড (দায়ুদ নবী) এবং গোলিয়াথ কাহিনীটি রয়েছে। তরুণ ডেভিড (ভবিষ্যৎ ইজরাইলের রাজা) গুলতিতে পাথর ছুড়ে দৈত্য গোথিয়াথকে হত্যা করে হিব্রুভাষীদের রক্ষা করেছিলেন। ফ্লোরেন্স-এর গির্জে কর্তৃপক্ষ ডেভিড এর একটি যুদ্ধরত ভাস্কর্য নির্মাণ করানোর কথা ভাবছিল। কাজটি মাইকেল এঞ্জেলো কে দেওয়া হয়। মাইকেল এঞ্জেলো কঠিন কাজ পছন্দ করতেন । ফেলে দেওয়া বিশাল পাথর খন্ড খুদে খুদে ১৭ ফুট উঁচু ডেভিডকে গড়লেন। ১৫০১-১৫০৪ খ্রিস্টাব্দের মধ্যে কাজটি শেষ করেন মাইকেল এঞ্জেলো ।



ডেভিড। ধ্রুপদি শৈলি অনুযায়ী ভাস্কর্যটি নগ্ন । মনে রাখতে হবে মাইকেল এঞ্জেলোর সময়টা ছিল রেঁনেসার কাল । শিল্পীরা গ্রিক ও রোমের শিল্পের প্রতি আগ্রহী ছিল। গ্রিক ও রোমের ধ্রুপদি ভাস্কর্যগুলি নগ্নই ছিল। উপরোন্ত, মাইকেল এঞ্জেলো মনে করতেন:the male nude to be the foremost subject in art এবং তাঁর শিল্প কর্মে নগ্নপুরুষ বারবার ফিরে এসেছে। অনেক শিল্পসমালোচকের মতে মাইকেল এঞ্জেলো ডেভিড রূপে নিজেই গড়েছেন ...আসলে বড় মাপের শিল্পীদের পুরোটা বোঝা যায় না ...অনেক কিছু উহ্যই থেকে যায়। যা হোক। এই ভাস্কর্যটি রয়েছে ফ্লোরেন্সের গাল্লেরিয়া দেল আকাদেমিয়ায়।

১৫০৩ খ্রিস্টাব্দ। রোমে পোপ ২য় জুলিয়াস নির্বাচিত হয়েছেন। তিনি বৃদ্ধ হয়েছেন। নিজের একটি সমাধি সৌধ তৈরি করানোর কথা ভাবছিলেন। পোপ ২য় জুলিয়াস মাইকেল এঞ্জেলোর Pietà এবং ব্যাক্কাস দেখে মুগ্ধ। কাজেই মাইকেল এঞ্জেলো ডাক পেলেন। ১৫০৫ খ্রিস্টাব্দে সমাধি সৌধের কাজে হাত দেন মাইকেল এঞ্জেলো । অবশ্য ধারাবাহিকভাবে সমাধি সৌধ কাজ করতে পারেননি । মাঝখানে অন্য কাজও করতে হয়েছে। যে কারণে পোপ ২য় জুলিয়াস এর সমাধি সৌধ শেষ করতে ৪০ বছর লেগেছিল।



পোপ ২য় জুলিয়াস-এর সমাধি সৌধের অভ্যন্তরভাগ। এটি রোমের ভিনকোলির চার্চ অভ সেন্ট পিয়েটরো তে অবস্থিত। সমাধি সৌধের প্রধান বৈশিষ্ট্য মুসা নবীর ভাস্কর্য। মাইকেল এঞ্জেলো অবশ্য ভাস্কর্যটির ওপর পুরোপুরি সন্তুষ্ট হননি।

বলছিলাম পোপ ২য় জুলিয়াস-এর সমাধি সৌধের কাজ সমাপ্ত না হতেই মাইকেল এঞ্জেলো কে অন্য কাজও করতে হয়েছে। এর মধ্যে রয়েছে সিস্তিন চ্যাপেলের ছাদে ফ্রেসকৌ । ফ্রেসকৌ হল: দেয়াল কিংবা ছাদের ভেজা পলেস্তরার ওপরে আঁকা চিত্র। মাইকেল এঞ্জেলো মূলত ভাস্কর। ফ্লোরেন্স নগরের চিত্রকর ডোমেনিকো ঘিরলানডাইয়োর আর্টের ইশকুলে কিছুদিন ছবি এঁকেছিলেন। তারপরও পোপ ২য় জুলিয়াস অন্য কাউকে সিস্তিন চ্যাপেলের ছাদে ফ্রেসকৌ আঁকতে দেবেন না-পাগলাটে ভাস্করের ওপর এমনই ভক্তি ! ১৫০৮ থেকে ১৫১২ খ্রিস্টাব্দ । এই চার বছরে কাজ শেষ করলেন । কথিত আছে পাগলাটে ভাস্করের নাকি ভারার ওপর চিৎ হয়ে শুয়ে আঁকতেন। আসলে তথ্যটি সঠিক নয়। বিশেষ ভাবে ভারা তৈরি করেছিলেন মাইকেল এঞ্জেলো, ভারাটি ছোট হলেও চিৎ হয়ে শুয়ে আঁকতে হয় নি।



রোমের সিস্তিন চ্যাপেলের ছাদ। ছবির বিষয় বাইবেলের কাহিনী ।ওল্ড টেস্টামেন্টের সৃষ্টিতত্ত্ব থেকে নুহ নবীর আমল। ছোট বড় ৩০০ চরিত্র রয়েছে। দ্বিমাত্রিক। সিস্তিন চ্যাপেলের ছাদ দৈর্ঘে ১৩১ ফুট এবং চওড়ায় ৪৩ ফুট । সব মিলিয়ে ৫,০০০ স্কোয়ার ফুট এঁকেছিলেন মাইকেল এঞ্জেলো ।
http://www.wga.hu/tours/sistina/

১৫১৩ খ্রিস্টাব্দে পোপ ২য় জুলিয়াস মারা গেলেন। দশম লিও পোপ নির্বাচিত হলেন। ইনি মেডিসি পরিবারের সন্তান । মাইকেল এঞ্জেলোর সঙ্গে কৈশরে পরিচয়। ফ্লোরেন্সের চার্চ অভ সান লোরেনজো তে মেডিসি পরিবারের সমাধি সৌধ ছিল। এটি ‘টুম অভ লোরেনজো দ্য মেডেসি’ নামে পরিচিত ছিল। দশম লিও পোপ মাইকেল এঞ্জেলো কে সমাধি সৌধে ভাস্কর্য নির্মানের অনুরোধ করেন। ১৫১৯ খ্রিস্টাব্দে মাইকেল এঞ্জেলোর ‘টুম অভ লোরেনজো দ্য মেডেসি’-র কাজ শুরু করেন । অবশ্য একটানা কাজ করতে পারেনি। ১৫৩৪ খ্রিস্টাব্দে রোমে চলে যাওয়ার কারণে কাজটি আর শেষ হয়নি।



‘টুম অভ লোরেনজো দ্য মেডেসি’ তে লোরেনজো দ্য মেডেসি । একদিন এক অপরিচিত কিশোর কে ডেকে নিয়ে নিজ পরিবারের সদস্য করে নিয়েছিলেন । এত দিনে সেই কিশোরটির ঋণ শোধ করার সময় হল। অসাধারণ মানুষ ছিলেন ‘লোরেনজো দ্য ম্যাগনিফিসেন্ট।’
সেই রেঁনেসার যুগের শিল্পীদের প্রধান পৃষ্টপোষক ছিলেন।


টুম অভ লোরেনজো দ্য মেডেসির আর ছবি

লরেন্সিয় গ্রন্থাগারটি ( Laurentian Library ) ফ্লোরেন্সের চার্চ অভ সান লোরেনজোর নিকটেই অবস্থিত । ১৫২৪ থেকে ১৫৩৪ খ্রিস্টাব্দের মধ্যে মাইকেল এঞ্জেলো গ্রন্থগারটির নকশা করেন। ভবনটির উদ্বেগ এবং আন্দোলন প্রকাশ করতে ডান কোণ এবং বাঁকের বদল ঘটিয়েছেন-উত্তল এবং অবতল রূপের মাধ্যমে ... আর এভাবেই ইউরোপের শিল্পগুরু সেই ষোড়শ শতকে Mannerist শিল্পের পথ খুলে দিয়েছিলেন। Mannerism সম্বন্ধে বলা হয় ...style in art and architecture of the 16th century, characterized by the distortion of elements such as proportion and space...



লরেন্সিয় লাইব্রেরি। ঢোকার সিঁড়ি। একালেও আমাদের বোধকে বিস্মিত করে দেয় ...
Click This Link


পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে ...


ছবি। ইন্টারনেট।
তথ্যসূত্র: পরবর্তী পর্বে ।


২৪টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৮

অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।



১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯


দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫


১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন

=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬


যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?

যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!

যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন

আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

লিখেছেন জেন একাত্তর, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১২



আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

×