দেহখাঁচা রইল পড়ে মর্তলোকে
আত্মাপাখি উড়াল দিল দূর আকাশে;
পাখির ছায়া চিরস্থায়ী মাটির বুকে
পাখির গানে রইব বেঁচে দুঃখ-সুখে।
নেত্রকোনার সজল মাটির মায়া মেখে
ভেসেছিলেন ভাটির গানের খর আবেগে?
পাগল-মানুষ, স্নান করতেন জ্যোস্নালোকে
নামত পরী অলীক রাতের জলের ধারে?
লিখে গেলেন অবাক-মানুষ নতুন করে।
গল্পে ডুবে কাটত কেমন অলস দুপুর;
দুপুর এখন কান্না মেশা শুন্য উঠান
পাখির ডাকে চমকে-ওঠা হুমায়ূনী গান ...
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




