সময় সময় আমাদের ব্লগাররা মহান বিপ্লবী হয়ে উঠেন, নানা কাজে তাদের ফালানো আর তার প্রচারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে....
নানা মতের নানা পথের ব্লগার- কেউ ছাগু মারে, কেউ ভাদা মেরে ভাজা ভাজা করে কাচ্চী পোলাও কতকিছু খেয়ে ফেলেন, খুশীতে চউক্ষে পানি আইসা পড়ে। রোদের থেকে সাহস আর মাটির থেকে শক্তী নিয়ে তারা দীপ জ্বেলে বসেন। কেউ হাওয়া নিয়ে সরল সেজে আগডুম বাগডুম করেন । বিল নিয়ে, বিমানবন্দর নিয়ে তাদের চিন্তার শেষ নেই........
অথচ র্যাবের বর্বরতায় আস্ত একটা মানুষ শেষ হতে চলেছে। আর পুরো রাস্ট্রযন্ত্র সে অন্যায়কে চাঁপা দিয়ে নিরীহ ছেলেটিকে অপরাধী বানাতে উঠে পড়ে লেগেছে। কি নির্মম রাস্ট্রীয় সন্ত্রাস- অথচ একটা মানুষেরও মুখে কোন কথা নেই। মানবাধিকার কমিশন একটা ঘোষনা দিলেও মহান সুশীল দেশপ্রেমিকরা নির্বাক ...............কে বা চায় র্যাবের রোষানলে পড়তে। জাতীয় বিবেকরা সবাই কি নির্দয় ভাবে নিশ্চুপ --আপসোস !!!
লাথি মারি ঐ সব সুশীল জাতীয় ব্যক্তি থেকে শুরু করে নানা সময় নানা জায়গায় বিবেক সাজা নানা মানুষদের, থু তাদের মুখে...........
এর বেশী কিছু করার ক্ষমতা আমার নাই.............
সরি লিমন..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



